পুজো উদ্যোক্তাদের কথায়, পূর্বে ব্যক্তিগতভাবে অনেক ব্যবসায়ী এই পুজো করতেন। গণেশ পুজো মূলত মহারাষ্ট্র, গুজরাটে ধুমধাম করে হয়। কিন্তু এখন বাঙালিদের মধ্যে বেড়েছে গণেশ পুজো। এক দশকের মধ্যে সকলে একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় গণেশ পুজো করছেন। এবছর বড় আকারে ধুমধাম করে পুজো হবে। শ্বেতশুভ্র বড় মাপের ১২ ফুটের গণেশ প্রতিমা দেখবেন বালুরঘাটবাসী। এবিষয়ে পুরোহিত শুভঙ্কর চক্রবর্তী জানান, “আগে বালুরঘাটে সেইভাবে গণেশ পুজো দেখা যেত না। তবে এখন গণেশ পুজোর প্রসার ঘটছে শহরে।”
advertisement
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের উত্তমাশা পল্লী, কলেজ মোড়, টাউন ক্লাব, বেলতলা পার্ক, বিশ্বাস পাড়া সহ বিভিন্ন এলাকায় গণেশ পুজো এবার ধুমধাম করে আয়োজিত হচ্ছে। পাশাপাশি, শহরের বেশ কিছু এলাকায় গত কয়েক বছর ধরে ভক্ত সমাগমে পুজো শুরু হয়েছে। শহরের আনাচে কানাচে গণেশ চতুর্থীর দিন এবার ভক্তরা মেতে উঠবেন গজাননের পুজোয়। ইতিমধ্যেই শহরের চকভৃগু এলাকায় বসেছে পাথরের গণেশের মূর্তি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উত্তমাশা এলাকার পুজোয় এবার প্রায় ১২ ফিট উচ্চতার গণেশ প্রতিমা থাকবে। তার সঙ্গে এবছর মেলার আয়োজন করা হয়েছে। এবার শহরের প্রতিটি পুজো বহরে বেড়েছে। মূলত বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে ব্যবসার শ্রীবৃদ্ধির লক্ষ্যে গণেশ পুজোয় আগ্রহী হয়ে উঠছেন শহরের মানুষেরা।