আরও পড়ুন: বর্ষার মরসুমের আগেই রাজ্য সড়কের বেহাল দশা! সকলের দাবি দ্রুত সংস্কার
মালদা জেলায় এই প্রথম আয়োজন করা হয় এই ধরনের অনুষ্ঠানের। শুধুমাত্র স্বচ্ছতার সঙ্গে ভাল কাজ করা রাজ্য সরকারি কর্মীদের মিলবে পুরস্কার। পুরস্কার অনুষ্ঠানে মালদহ জেলার ২৫ টি সরকারি বিভাগের প্রায় ৯১ জন কর্মীদের সম্মান জ্ঞাপন দেওয়া হয়।
advertisement
সরকারি আধিকারিক কর্মচারীদের পুরস্কার তুলে দেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, রাজ্যের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন। সরকারি আধিকারিক কিংবা কর্মচারীরা সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে বেতন পেয়ে থাকেন। তবুও অনেক সময় জনতার পরিষেবার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ ওঠে। তাই যারা জনকল্যাণমূলক কাজ করে পরিষেবা দিবেন তাদের সন্মান জ্ঞাপন করে পুরষ্কৃত করা হবে।
আরও পড়ুন: সময়ের সঙ্গে সঙ্গে মুখোশ নৃত্য তার গরিমা হারালেও ব্যতিক্রম বালুরঘাটের শুভম মন্ডল!
দুর্নীতিমূলক অভিযোগ প্রায়ই শুনতে পাওয়া যায় নেতা-মন্ত্রী থেকে সরকারি আমলা কর্মচারীদের বিরুদ্ধে। অনেক সময় জনতার রোষের মুখেও পড়তে হয় সরকারি আধিকারিকদের। অভিযোগ ওঠে নেতা-মন্ত্রীদের দুর্নীতিতে সহযোগিতা করার। তাই দুর্নীতিমূলক কর্মকাণ্ড দমন করার লক্ষ্যে সরকারি আধিকারিক ও কর্মচারীদের স্বচ্ছ ও ভাল কাজের জন্য পুরস্কৃত করা হয় জেলা প্রশাসন তরফ থেকে।মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মচারী এবং আধিকারিকদের স্বচ্ছ এবং ভাল কাজের জন্য এই বিশেষ সম্মান স্বীকৃতি দেওয়া হয়