আরও পড়ুন: চলন্ত বাসে হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে চরম নোংরামি! যা করল এই ব্যক্তি, হাতেনাতে ধরা পড়তেই
সূত্রের খবর, প্রতারিত ওই মহিলার নাম পার্বতী হাসদা। ওই মহিলার স্বামী মৃত্যু হয়েছে। বিধবা ওই মহিলার ঘরের প্রয়োজন ছিল। তাই ওই মহিলাকে ঘর দেওয়া হয়েছে। প্রথম কিস্তির টাকায় ওই মহিলা ঘর তৈরি করেছিল। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় ছিলেন তিনি। এর মধ্যেই গত ১২ তারিখে ওই মহিলার বাড়িতে একজন বাইক নিয়ে গিয়েছিল। প্রথমে আধার কার্ড এবং ঘরের ছবি তোলেন। এরপরেই কুড়ি হাজার টাকা চাওয়া হয়। তা দিতে না পারলে অবশেষে ১২ হাজার টাকা দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: হার মেনে পালিয়ে গেল লেপার্ড, লুটিয়ে পড়লেন মহিলা চা শ্রমিক, জানুন ঘটনা
এদিকে বালুরঘাট ব্লক প্রশাসন জানিয়েছে, ব্লক অফিস থেকে এমন কেউ যায়নি। এমনকি যে এভাবে টাকা চাইবে তাঁর বিরুদ্ধে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছে ব্লক প্রশাসন।
এদিকে ১১ তারিখে ওই একই গ্রাম পঞ্চায়েতের মাঝি গ্রামের অলোক সরকারের বাড়িতে এক ব্যক্তি গিয়ে ছবি তোলে এবং ১০ হাজার টাকা চায়৷ এরপরেই ওই ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে ওই ব্যক্তি কে? তাঁর খোঁজ শুরু করেছেন সকলে। আবাসের কাজে কাউকেই টাকা দিতে হয়না। এটা নিয়ে ব্যাপক প্রচার চালানোর পরেও পঞ্চায়েতে না শুনে কেন টাকা দেওয়া হচ্ছে! তা নিয়ে শুরু হয়েছে তর্জা।
সুস্মিতা গোস্বামী