ময়নাগুড়ির গ্রামবাসীদের দাবি, তাঁরা চিতাবাঘ দেখতে পেয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে মানুষজন। পরিস্থিতির সামলাতে তৎপর হয়েছে প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে যান রামসাই ওয়াইল্ড লাইফের বনকর্মীরা। ময়নাগুড়ি থানার পক্ষ থেকে পুলিশ’ও গ্রামে গিয়েছিল। বনকর্মী ও পুলিশ আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে এই আতঙ্কের বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন। তারপরই তাঁরা পদক্ষেপ করেন।
advertisement
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ডাম্পারে এসে সজোরে ধাক্কা, মাঝরাতে মৃত্যু চালক ও খালাসির
গ্রামবাসীদের কথামত চিতাবাঘ ধরতে এলাকায় বন দফতরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়। পাশাপাশি এলাকাবাসীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে বন দফতর। সেই সঙ্গে এলাকায় সতর্কবার্তা দিয়ে প্রচার শুরু করেছে বন দফতর। এদিকে এই ঘটনার পর চাষের জমিতে যেতে ভয় পাচ্ছেন এলাকার বহু কৃষক। সকলেই চাইছেন দ্রুত যেন বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে চিতাবাঘটি।
সুরজিৎ দে