স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, বেশকিছু ধরেই কোচবিহারের বাইসন আতঙ্ক ছড়িয়েছিল। গতকাল একটি বাইসন দেখতে পাওয়া যায় কোচবিহার বিসর্জন ঘাট সংলগ্ন কলা বাগানের মধ্যে। তারপর এদিন সকালে বাইসন দেখতে পাওয়া যায় বলরামপুর চেকাদারা দোরাপাড়া এলাকায়। মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক প্রথম বাইসনটি দেখেন। তারপর বাইসন দেখতে ভিড় জমান বহু উৎসুক মানুষ। দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের কাছে। মুহূর্তে এলাকায় পৌঁছান বন দফতরের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: মালদার আমের আগেই জেলার বাজার মাতাচ্ছে এই বিশেষ আম! জেনে নিন এই আমের সর্ম্পকে
বন দফতরের কোচবিহার ডিভিশনের এডিএফও বিজন কুমার নাথ জানান, “বাইসনটি ভুট্টা ক্ষেতের মাঝে আশ্রয় নিচ্ছিল বারবার। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর ঘুম পাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করা সম্ভব হয়। এটি একটি প্রাপ্ত বয়স্ক পুরুষ বাইসন। বর্তমানে বাইসনটিকে পাতলাখাওয়া ফরেস্টে এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।” তবে এলাকায় বারবার বন্য জন্তুর আগমনের ঘটনায় স্থানীয় মানুষেরা আতঙ্কিত হয়ে রয়েছেন।
Sarthak Pandit






