Mango Market: মালদার আমের আগেই জেলার বাজার মাতাচ্ছে এই বিশেষ আম! জেনে নিন এই আমের সর্ম্পকে
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
এই আমের মধ্যে আঁশ থাকে না, সাইজ ও হয় বড় এবং আটি হয় ছোট ধরনের। তবে সবচেয়ে বেশি আকর্ষণ করে এটির হলদে রঙ।
advertisement
advertisement
জেলার এক এম বিক্রেতা খাদিমুল হোসেন জানান, "বৈশাখের শুরু থেকে জামাইষষ্ঠীর পর্যন্ত বাজারে রাজত্ব করে এই আম। গরমের শুরু থেকেই পাকা আমের চেহারা থাকে এটির। নির্দিষ্ট সময়ের আগেই বাজার আসে এই বেগুনফুলি আম। তাই এই আম পছন্দ করেন অনেক ক্রেতা। এই আমের দাম রয়েছে ১০০ টাকা প্রতি কিলো। তবে কিছু সময় কম ও থাকছে এই দামের চেয়ে। ক্রেতারাও কিনছেন এই আম, গরমের মরসুমে আমের স্বাদ মেটাতে ক্রেতাদের পছন্দে স্থান পেয়েছে এটি। তবে আগামী কিছুদিনের মধ্যে বাজারে আসবে হিমসাগর এবং ল্যাংড়া আম।"
advertisement
advertisement
advertisement






