বিয়ের বাজারে গোলাপের মালার ট্রেন্ড শুরু হওয়ায় গোলাপের চাহিদা ও বেড়েছে। লোকাল গোলাপের মালা খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায় বলে এখন সেই ফুলের চাহিদা অনেক কমেছে। বেঙ্গালুরু থেকে আসা বিভিন্ন গোলাপের মধ্যে ডাচ রোজ রয়েছে বিয়েতে পছন্দের প্রথম সারিতে। এই গোলাপ দিয়ে তৈরি বিয়ের মালা বিক্রি হচ্ছে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকায়। অন্যদিকে লোকাল গোলাপ আড়াই হাজার টাকা জোড়া।
advertisement
আরও পড়ুন: সামান্য সুদে পেয়ে যাবেন মোটা টাকা লোন! শুধু মানতে হবে একটি শর্ত
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আবার রজনীগন্ধার গোরের মালা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১০০০ টাকায়। আবার রঙিন অর্কিডের মালা রয়েছে ১৮০০ থেকে দু’হাজারের মধ্যে। লাল, গোলাপি, হলুদ কিংবা সাদা, বেঙ্গালুরুর যে কোনও গোলাপের মালার প্রতি আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। তবে শুধু গোলাপই নয় বিয়ের মরশুমে সমস্ত ফুলের দামে বেড়েছে বলে মনে করছেন অনেক ক্রেতারা।
পিয়া গুপ্তা