TRENDING:

North Dinajpur News: বিয়ের কথা ভাবলেই বাড়ছে চিন্তা! এই একটি জিনিস কিনতেই দম বন্ধ হয়ে যাচ্ছে বর-কনের

Last Updated:

বিয়ের মরসুমে ব্যাপক চাহিদার পাশাপাশি দাম বাড়ছে সবচেয়ে জরুরি জিনিসটির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: চলছে বিয়ের ভরা মরশুম। বিয়ের মালা সহ ফুলের অন্যান্য সাজ সাজানো রয়েছে প্রতিটি দোকানে দোকানে। একটা সময়ে যদিও বিয়ের বাজারে অপরিহার্য রজনীগন্ধার গোরের মালা আজ অনেকটাই ব্যাকফুটে। রজনীগন্ধার মালার বদলে বর্তমানে গোলাপের আধিপত্য। বিভিন্ন রঙের গোলাপ দিয়ে তৈরি মালা বিয়ের বাজারে চাহিদার একদম প্রথম সারিতে। তবে শুধু বিয়ের মালাতেই নয়, বরের গাড়ি সাজানো হোক কিংবা গেট থেকে খাট সবকিছুতেই গোলাপের দাম আকাশছোঁয়া। বিয়ের মরসুমে চড়া দাম বর বৌয়ের গলার মালার। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মালা কিনতে গিয়ে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে মধ্যবিত্তরাদের। গোলাপ, রজনীগন্ধা সহ সব ফুলের দামই চড়া।
advertisement

বিয়ের বাজারে গোলাপের মালার ট্রেন্ড শুরু হওয়ায় গোলাপের চাহিদা ও বেড়েছে। লোকাল গোলাপের মালা খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায় বলে এখন সেই ফুলের চাহিদা অনেক কমেছে। বেঙ্গালুরু থেকে আসা বিভিন্ন গোলাপের মধ্যে ডাচ রোজ রয়েছে বিয়েতে পছন্দের প্রথম সারিতে। এই গোলাপ দিয়ে তৈরি বিয়ের মালা বিক্রি হচ্ছে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকায়। অন্যদিকে লোকাল গোলাপ আড়াই হাজার টাকা জোড়া।

advertisement

আরও পড়ুন: সামান্য সুদে পেয়ে যাবেন মোটা টাকা লোন! শুধু মানতে হবে একটি শর্ত

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

আবার রজনীগন্ধার গোরের মালা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১০০০ টাকায়। আবার রঙিন অর্কিডের মালা রয়েছে ১৮০০ থেকে দু’হাজারের মধ্যে। লাল, গোলাপি, হলুদ কিংবা সাদা, বেঙ্গালুরুর যে কোনও গোলাপের মালার প্রতি আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। তবে শুধু গোলাপই নয় বিয়ের মরশুমে সমস্ত ফুলের দামে বেড়েছে বলে মনে করছেন অনেক ক্রেতারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: বিয়ের কথা ভাবলেই বাড়ছে চিন্তা! এই একটি জিনিস কিনতেই দম বন্ধ হয়ে যাচ্ছে বর-কনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল