তবে নদীর জলের স্তর নামতেই ড্যামের স্লুইস গেট লাগোয়া, যে অঞ্চল যেখানে কংক্রিটের বড় চাদর বিছানো রয়েছে সেই অঞ্চলেও একটা গভীর গর্ত তৈরি হয়েছে। বেশ কিছুটা এলাকা জুড়ে গর্ত হওয়ার ফলে স্বল্প উচ্চতার যে কংক্রিটের বাঁধ আছে সেই বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ড্যাম তৈরি হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই নদীবাঁধের বেহাল দশায় বিরক্ত স্থানীয় বাসিন্দারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি হয়েছে। ড্যামের গেট বন্ধ করে রাখার জন্যই ড্যামের পাশের ওয়ালের তলে ফুঁটো থাকায় সেখান দিয়ে জল পাশ হতে শুরু করে এবং তারপরেই বাঁধ ভেঙ্গে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে। এই গভীর খাত তৈরি হওয়ার কারণ কি সেই প্রসঙ্গে অবশ্য ইঞ্জিনিয়াররা দাবি করছেন, নীচ থেকে বালি সরে গেছে। গতকাল পর্যন্ত যখন জলস্তর উঁচু ছিল তখনও বোঝা যায়নি ড্যামের কোন ক্ষতি হয়েছে কিনা। কিন্তু আজ স্পষ্টই গর্ত দেখা গেছে গেটের সামনে। অতিরিক্ত জলের চাপে এই বিপত্তি। এর সঙ্গে ড্যামের কোন সম্পর্ক নেই। ড্যাম অটুট রয়েছে।
সুস্মিতা গোস্বামী





