আরও পড়ুন: আরও সুরক্ষিত সীমান্ত, কাঁটাতারের উপর বসছে সোলার লাইট
মালচিং পদ্ধতিতে সিমলা লঙ্কা চাষ করলে খরচ আরও কমে যায়। আসলে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে সারের প্রয়োগ খুব একটা হয় না। তাই সারের খরচ বেঁচে যায়। বর্তমানে যে কোনও ফসল চাষের ক্ষেত্রে সারের খরচ একটা বড় অংশজুড়ে থাকে। সেটাই বেঁচে যাওয়ায় স্বাভাবিকভাবেই কৃষকদের সুবিধা হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কী এই মালচিং পদ্ধতি? মালচিং পেপার বা বাংলা ভাষায় প্লাস্টিকের মতো দেখতে রূপালি চাদর৷ আর এটা দিয়েই ঢেকে দেওয়া হয় বিঘার পর বিঘা জমি। তাতে লাগানো থাকে লঙ্কার চারা গাছ। শুধুমাত্র রোদ প্রবেশের জন্য গাছের মাথার জায়গায় সামান্য গোলাকার ফাঁকা করা থাকে। এমনি চাষাবাদ করলে লঙ্কা ক্ষেতে দ্রুত বিপুল আগাছা জন্মায়, যা গাছের বৃদ্ধিকে অনেকটাই প্রভাবিত করে৷ এরফলে গাছে বাসা বাঁধে নানান পোকা। পোকামাকড়ের আক্রমণে বিভিন্ন রোগেও আক্রান্ত হয় সিমলা লঙ্কার গাছ। এই পরিস্থিতিতে কৃষিবিদদের পরামর্শে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকে মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ শুরু হয়েছে।
সুরজিৎ দে