Dakshin Dinajpur News: আরও সুরক্ষিত সীমান্ত, কাঁটাতারের উপর বসছে সোলার লাইট

Last Updated:

হিলি ব্লকের সিদাই বিএস‌এফ ক্যাম্পে এই কার্যকলাপ হয়েছে। বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি সূর্যকান্ত শর্মা সহ অন্যান্য আধিকারিকরা

+
৫০টি

৫০টি সোলার লাইট

দক্ষিণ দিনাজপুর: সীমান্তকে আরও সুরক্ষিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকা আলোকিত করার লক্ষ্যে এবার কাঁটাতারের বেড়ার উপর বসছে সোলার লাইট। বিএসএফের পক্ষ থেকে এই বন্দোবস্ত করা হয়েছে। গ্রামবাসীদের মধ্যে এই বিশেষ ধরনের আলো বিতরণ করা হয়। পাশাপাশি সিভিল অ্যাকশন প্রোগ্রামের অধীনে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করে বিএসএফ। সেখানে ডাক্তার দেখানোর পাশাপাশি, বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
হিলি ব্লকের সিদাই বিএস‌এফ ক্যাম্পে এই কার্যকলাপ হয়েছে। বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি সূর্যকান্ত শর্মা সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি চকগোপাল ক্যাম্পে বিএসএফের আইজি মহিলা কনস্টবেলদের জন্য ব্যারাকের শিলান্যাস করেন।
advertisement
advertisement
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকা আরও বেশি করে সুরক্ষিত করতে, চোরা চালান রুখতে প্রায় ৫০ টি সোলার আলো দেওয়া হয় এলাকার মানুষদের হাতে। এতে সেই এলাকার মানুষদেরও মধ্যে ভীতিও কাটবে বলে জানানো হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন:
অত্যাধুনিক মানের এই সোলার লাইটগুলি লাগানোর ফলে একদিকে যেমন স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধা হবে, অপরদিকে সীমান্ত এলাকা আলোকিত ফলে সীমান্তরক্ষী বাহিনীর জ‌ওয়ানদের তাদের কাজকর্ম করতেও সুবিধা হবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: আরও সুরক্ষিত সীমান্ত, কাঁটাতারের উপর বসছে সোলার লাইট
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement