আরও পড়ুন: জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেজে উঠেছে লক্ষ্মীকান্তপুর
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, কালী প্রতিমা বিসর্জনের সময় একটি শিশু পিছু পিছু গঙ্গার দিকে ছুটে যাচ্ছিল। তাকে না আটকালে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তখন শিশুটিকে বাঁচাতে গিয়ে জেসিবির ধাক্কায় আহত হন কর্তব্যরত পুলিশ কনস্টেবল সন্দীপ বর্মন। গুরুতর অবস্থায় তাঁকে ভর্তি আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। এরপর মঙ্গলবার দুপুরে মালদহ রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দক্ষিণ দিনাজপুরের এসপি চিন্ময় মিত্তাল ও জেলাশাসক বিজিন কৃষ্ণা মৃত পুলিশকর্মীর বাড়িতে যান। মুখ্যমন্ত্রী নির্দেশমতো মৃত পুলিশ কর্মীর স্ত্রী সোমা সরকার বর্মনের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি মৃত পুলিশ কর্মীর একমাত্র পুত্রের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।
advertisement
এদিকে প্রশাসনের ভূমিকায় সন্তোস প্রকাশের পাশাপাশি মৃত পুলিশকর্মী স্ত্রীর জন্য সরকারি চাকরির আর্জি জানিয়েছেন তাঁর পরিবার। এই প্রসঙ্গে জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, ওই পরিবারের সুবিধা-অসুবিধাগুলি জেনে নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো দু’লক্ষ টাকার চেক ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতেও প্রয়োজনমতো পরিবারের পাশে থাকা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
সুস্মিতা গোস্বামী