Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেজে উঠেছে লক্ষ্মীকান্তপুর
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
আগে লক্ষ্মীকান্তপুর বাজারের মধ্যে পুজো হত। পরে পুজোর পরিধি বাড়ে। মেলা ছড়িয়ে পড়ে সমগ্র লক্ষ্মীকান্তপুরজুড়ে
দক্ষিণ ২৪ পরগনা: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে সেজে উঠছে লক্ষ্মীকান্তপুর। দক্ষিণ ২৪ পরগনার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো হল এটি। এক সপ্তাহ ধরে এই উপলক্ষ্যে এখানে মেলা বসে। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এই এলাকায় পুজো চলছে।
আগে লক্ষ্মীকান্তপুর বাজারের মধ্যে পুজো হত। পরে পুজোর পরিধি বাড়ে। মেলা ছড়িয়ে পড়ে সমগ্র লক্ষ্মীকান্তপুরজুড়ে। প্রচুর মানুষজন আসতে থাকেন এখানে। পরে ২৫ বছর আগে নট্যের মাঠে মেলা স্থানান্তরিত হয়। এখানে ২৫ বছর ধরে বড় পুজো হচ্ছে। লক্ষ্মীকান্তপুরে আরও ৩-৪ টি জগদ্ধাত্রী পুজো আয়োজিত হয়। সব মিলিয়ে পুজোর কটা দিন এখানে উৎসবের আমেজ থাকে। সুসজ্জিত মণ্ডপ, আলোকসজ্জা সহ একাধিক মনমুগ্ধকর জিনিস এখানে দেখতে পাওয়া যায়। মেলায় নাগোরদোলা, শিশুদের আনন্দ দেওয়ার বিভিন্ন সামগ্রী রয়েছে।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। মেলার কয়েকটা দিন প্রচুর মানুষজন আসেন এখানে। সেজন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মঙ্গলবার থেকেই সকলের জন্য খুলে যাবে এই পুজো। তার জন্য প্রস্তুতি সম্পূর্ণ আয়োজক থেকে প্রশাসন সকলের। আপনিও চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 6:43 PM IST