আরও পড়ুন: দুবাইয়ের প্রিমিয়াম সুগন্ধি এবার দুর্গাপুরে
পাশেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। যখন তখন এলাকায় হানা দিচ্ছে হাতি সহ অন্যান্য বন্যজন্তু।পশুপালনই মূল পেশা এই এলাকার বাসিন্দাদের।কিন্তু বন্যজন্তুর অত্যাচারে অতিষ্ঠ বাসিন্দারা।মাঝেমধ্যেই গৃহপালিত পশুকে বাড়ি থেকে টেনে নিয়ে যায় বন্যজন্তু। এবারে তাই বিকল্প পেশা হিসেবে কৃষিকাজকেই বেছে নিয়েছেন এলাকাবাসীরা।
advertisement
এই বিষয়ে কালচিনির লতাবাড়ি এলাকার অসীম বসুমাতা নামে এক কৃষক জানান, কিছু একটা নিয়ে আমাদের এগিয়ে চলতে তো হবে। বন্যজন্তুর জ্বালায় গৃহপালিত পশুগুলিকে বাঁচাতে পারছি না। তাই বিকল্প হিসেবে সর্ষে চাষ করছি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বন্য এলাকার পাশে বসবাসরতদের এ এক হার না মানা লড়াইয়ের গল্প। দিন-রাত পাহারা দিয়ে বন্যপশুর হাত থেকে ফসল বাঁচিয়ে চলেছেন লতাবাড়ি এলাকার কৃষকেরা। তাতে লাভের মুখ দেখছেন। লোকালয়ে বন্যপ্রাণীর তাণ্ডব সত্ত্বেও এই বছর গতবছরের তুলনায় কালচিনি ব্লকে সর্ষে চাষের পরিমাণ বেড়েছে বলে দাবি কৃষকদের। এবছর প্রায় ১৬ বিঘা জমিতে হচ্ছে সর্ষে চাষ। এলাকার যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই খালি হলুদের বাহার লক্ষ্য করা যাচ্ছে।
অনন্যা দে