গত বৃহস্পতিবার ধূপগুড়ির ভেমটিয়া এলাকার এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। তিনি সন্তান প্রসব করার পর সমস্যা দেখা দেয়। কিন্তু সেইসময় কোনও চিকিৎসক বা নার্সকে পাওয়া যায়নি বলে পরিজনদের অভিযোগ। এরপর মা সহ সন্তানকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। শুক্রবার ভোরে সেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার।
advertisement
আরও পড়ুন: ৫০ ভরি সোনার গয়নায় দেবী জগদ্ধাত্রী সেজে ওঠেন রাজরাজেশ্বরী মহারানী রূপে
মৃত সদ্যজাতের বাবা এই ঘটনায় দোষী চিকিৎসক এবং নার্সদের শাস্তি চেয়ে মামলা করেছেন। প্রথম শুনানির পর বিচারক পুলিশকে অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।
সুরজিৎ দে