Jagadhatri Puja 2023: ৫০ ভরি সোনার গয়নায় দেবী জগদ্ধাত্রী সেজে ওঠেন রাজরাজেশ্বরী মহারানী রূপে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
এই পুজোর বিশেষত্ব হল দেবী এখানে পূজিত হন রাজরাজেশ্বরী মহারানি রূপে। দেবীর ভোগে বিশেষ বৈশিষ্ট্য থাকে। সেখানে থাকে বিভিন্ন ধরনের মিষ্টি
পুরুলিয়া: দুর্গাপুজো ও কালীপুজোর পর এবার জগদ্ধাত্রীর আরাধনায় মেতে উঠেছে বাংলা। চন্দননগর ও শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত সেটা সকলেই জানেন। কিন্তু এছাড়াও রাজ্যের আরও বেশ কিছু এলাকায় জাঁকজমকের সঙ্গে জগদ্ধাত্রী পুজা হয়। পুরুলিয়া শহরের সরকার পাড়ার জগদ্ধাত্রী পুজো অন্যরকম ঐতিহ্য বহন করে। এখানে মা জগদ্ধাত্রী থাকেন সোনায় মোড়া। প্রায় ৫০ ভরি সোনার গহনায় সেজে ওঠেন দেবী।
পুরুলিয়ার এই জগদ্ধাত্রী পুজোর ভোগেও থাকে বিশেষত্ব। মঙ্গলবার এই পুজোর সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে দেবীকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। এরই পাশাপাশি কুমারী পুজো’ও হয় এখানে। বহু দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসেন পুরুলিয়া শহরের এই পুজো দেখতে। গত ১০ বছর ধরে একইভাবে এই পুজো হয়ে আসছে। এ বছর ১১ তম বর্ষে পদার্পণ করল এই পুজো।
advertisement
advertisement
পুজোর আয়োজক গৌতম রায় বলেন , এই পুজোর বিশেষত্ব হল দেবী এখানে পূজিত হন রাজরাজেশ্বরী মহারানি রূপে। দেবীর ভোগে বিশেষ বৈশিষ্ট্য থাকে। সেখানে থাকে বিভিন্ন ধরনের মিষ্টি। ১০৮ কিলো চালের পোলাও সহ নানান রকমারি পদ থাকে ভোগে। এছাড়াও এখানে চালকুমড়ো ও আখ বলি হয়। রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে যে নিয়মে জগদ্ধাত্রী পুজো হয় একইভাবে এখানে পুজো হয়ে থাকে। বিভিন্ন ধরনের গহনা দেবীকে পরানো হয়। অনেকেই মানত পূরণ হলে দেবীকে সোনার গহনা দিয়ে থাকেন।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 6:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2023: ৫০ ভরি সোনার গয়নায় দেবী জগদ্ধাত্রী সেজে ওঠেন রাজরাজেশ্বরী মহারানী রূপে