শুধু বৃষ্টি নয়, এমনিও দিনের পর দিন ধরেই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কৃষি জমি। আর তাতেই মাথায় হাত কৃষকদের। নদীর ভাঙনে এখন পর্যন্ত ৫০০ বিঘারও বেশি জমি নদীগর্ভে চলে গেছে। এই নদীভাঙনের কবলে পড়েছেন ধনীরামপুর ২ নম্বর অঞ্চলের চেংমারিটারি এলাকার অন্তত ১৫০ জন কৃষক। তবে দীর্ঘদিন কেটে গেলেও নদী বাঁধ নির্মাণ হয়নি বলে অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। তাঁরা জানান, পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ ও সেচ বিভাগ পর্যন্ত একাধিকবার লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। কিন্তু তবুও কোনো স্থায়ী সমাধান বা নদীতে বাঁধের কাজ শুরু হয়নি।
advertisement
এলাকার বাসিন্দা মহম্মদ খাইজার হুসেন জানান, “নদীতে বাঁধ না দিলে, এই বর্ষাকালে আরও ক্ষতির সম্মুখীন হব আমরা। আরও কত জমি যে তলিয়ে যাবে নদীতে তার হিসেব নেই। ” এলাকাবাসীর দাবি, অবিলম্বে নদী বাঁধ নির্মাণ শুরু হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক।