জাল নোট কিনা ভাল করে যাচাই করুন। কারণ আবারও মালদহে মাথাচাড়া দিচ্ছে জালনোট পাচার চক্র। মাঝে মালদহে জালনোট পাচার চক্রের তেমন কোনও হদিস মেলেনি। এদিন ফের পুলিশি অভিযানে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছে।
আরও পড়ুন- গাড়িতে চাবি লাগিয়ে মাত্র ১৫ সেকেন্ড অপেক্ষা করুন, ম্যাজিক হবে! অনেক টাকা বাঁচবে
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলবন্দী আসামীর বাড়ি থেকে এদিন গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ লক্ষ টাকা জাল নোট উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
আরও পড়ুন- ভোর ৪-টে তেও পারবেন স্নান করতে! লাগবে না দামী গিজার, এক টিপসেই জল হবে ফুটন্ত!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলবন্দী আসামী রুবেল শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে জাল নোটগুলি উদ্ধার হয়েছে। অভিযুক্তের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানায় এলাকায়। তবে কারা এখানে জাল নোট গুলি মজুদ করেছিল, তা এখনও জানতে পারিনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন ডেরা থেকে তাই ২০ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়েছে। ৫০০ টাকার নোটের ১৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ২০০ টাকার নোটের এক লক্ষ টাকার জালনোট উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন পর ফের জালনোট পাচার চক্র সক্রিয় হয়ে ওঠায় চিন্তা বাড়ছে জেলা পুলিশের। যদিও ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে।
হরষিত সিংহ