গাড়িতে চাবি লাগিয়ে মাত্র ১৫ সেকেন্ড অপেক্ষা করুন, ম্যাজিক হবে! অনেক টাকা বাঁচবে
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Bikes- কেন ১৫ সেকেন্ডের অপেক্ষা? চাবি লাগানোর পর ইঞ্জিন অয়েল পাম্পের মাধ্যমে ইঞ্জিনের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে।
কলকাতা: মাত্র ১৫ সেকেন্ডের অপেক্ষা। কিন্তু তার ফায়দা অনেক। হ্যাঁ, চাবি লাগানোর পর গাড়ি স্টার্ট করতে নেই। ১৫ সেকেন্ড অপেক্ষা করতে হয়। অনেকেই এটা জানেন না। গাড়িতে চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট দেন। এতে ক্ষতিই হয় বেশি।
কেন ১৫ সেকেন্ডের অপেক্ষা? চাবি লাগানোর পর ইঞ্জিন অয়েল পাম্পের মাধ্যমে ইঞ্জিনের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। তাই ১৫ সেকেন্ড অপেক্ষা করলে তেল যথাযথভাবে সমস্ত অংশে পৌঁছতে পারে। ইঞ্জিন ভাল থাকে।
আরও পড়ুন- ২০২৪-এ অ্যালেক্সাকে সবচেয়ে বেশি কী প্রশ্ন করলেন ইউজাররা? তালিকা দিল অ্যামাজন
তাছাড়া গাড়িতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স থাকে, যেমন ইনফোটেনমেন্ট সিস্টেম, সেন্সর ইত্যাদি। এগুলির কাজ শুরু করতে কিছুটা সময় নেয়। তাই ১৫ সেকেন্ড অপেক্ষা করলে এই সব সিস্টেম সঠিকভাবে কাজ শুরু করতে পারে।
advertisement
advertisement
ইঞ্জিনের তাপমাত্রা: শীতকালে ঠান্ডা আবহাওয়ার কারণে ইঞ্জিনের তাপমাত্রাও কম থাকে। ফলে কখনও কখনও স্টার্ট নিতে সমস্যা হয়। ১৫ সেকেন্ড অপেক্ষা করলে ইঞ্জিনের তাপমাত্রা কিছুটা বাড়ে। গাড়ি সহজেই স্টার্ট নেয়।
১৫ সেকেন্ড অপেক্ষা করার সুবিধা: এর বেশি কিছু সুবিধা রয়েছে। প্রথমত, ইঞ্জিন যথেষ্ট তেল পায়, ফলে ইঞ্জিনের আয়ু বাড়ে। দ্বিতীয়ত, ইঞ্জিনের সমস্ত অংশ সঠিকভাবে কাজ শুরু করার সময় পায়, ফলে গাড়ির সামগ্রিক পার ফরম্যান্স উন্নত হয়। তৃতীয়ত, ইঞ্জিনের পারফরম্যান্স বাড়ার কারণে জ্বালানি কম লাগে। তাছাড়া ইঞ্জিন সঠিকভাবে কাজ শুরু করলে শব্দও কম হয়।
advertisement
১৫ সেকেন্ড অপেক্ষা না করলে কী কী ক্ষতি হতে পারে: বিশেষজ্ঞরা বলেন, গাড়িতে চাবি লাগানোর পর ১৫ সেকেন্ডের অপেক্ষা খুব ভাল অভ্যাস। কিন্তু অনেকেই করেন না। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় ইঞ্জিনে। যার প্রভাব পড়ে গাড়ির সামগ্রিক পারফরম্যান্সে।
ইঞ্জিনের ক্ষতি: ১৫ সেকেন্ড অপেক্ষা না করে যদি কেউ তৎক্ষণাৎ স্টার্ট দেন, তাহলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। কারণ ইঞ্জিনের সর্বত্র সঠিকভাবে তেল পৌঁছতে পারে না।
advertisement
আরও পড়ুন- এসিই হয়ে যাবে রুম হিটার? এক এসিতেই ঘায়েল ঠান্ডা-গরম দুই! শীতল ঘরও নিমেষে গরম
ইঞ্জিনের আয়ু কমে: সমস্ত অংশে যদি সঠিকভাবে তেল না পৌঁছয় তাহলে ইঞ্জিনের আয়ু ধীরে ধীরে কমতে থাকে। ফলে খুব তাড়াতাড়ি ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে।
ইঞ্জিনের পারফরম্যান্স: তেল না পৌঁছলে ইঞ্জিনের পারফরম্যান্সও পড়ে যায়। যার প্রভাব পড়ে গাড়ির সামগ্রিক পারফরম্যান্সে।
advertisement
জ্বালানি খরচ বাড়ে: ইঞ্জিনের পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে জ্বালানি বেশি পোড়ে। ফলে চালকের খরচও বাড়ে। তাই ইঞ্জিনের আয়ু বাড়াতে, ইঞ্জিনের পারফরম্যান্স উন্নত করতে এবং জ্বালানির খরচ কমাতে চাবি লাগানোর পর ১৫ সেকেন্ড অপেক্ষা করা উচিত।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 05, 2025 6:40 PM IST