আরও পড়ুন: গরু উদ্ধারে ডাক পড়ল দমকলের! রাস্তায় সে কী কাণ্ড
শীতের রাতেও ঘুম নেই উত্তর দিনাজপুর জেলার গ্রামাঞ্চলের মানুষের। কারণ অবাক করে দিয়ে এবার শীতেও দেখা যাচ্ছে সাপের উপদ্রব। এই শীতেও প্রায় দিনই সাপে কাটা রোগী আসছে জেলার বিভিন্ন হাসপাতালে। এই অবাক কাণ্ডে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে।
advertisement
শীতকালে বিষধর সাপের আতঙ্কে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। প্রায় প্রতিদিনই জেলার হাসপাতালগুলিতে ভিড় জমাচ্ছে সাপে কাটা রোগীরা। গত এক মাসে উত্তর দিনাজপুর জেলাতে সাপের কামড়ে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি সাপ উদ্ধারের ঘটনাও ঘটছে। এদিন রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের বালিরপর গ্রামের গুলজার আলির শোয়ার ঘর থেকে উদ্ধার হয় একটি বিষধর সাপ। এদিনই আরও একটি বিষধর সাপ উদ্ধার হয়েছে ইটাহার থানার সুরুন-২ গ্রাম পঞ্চায়েতের বালিজোল গ্রামের মীরজাফর আলির বাড়ির বিছানা থেকে। এই শীতে সবচেয়ে বেড়েছে কেউটের উপদ্রব।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিশেষজ্ঞদের ধারণা সাপেদের বাসস্থান কমে যাওয়া ও চারিদিকে কংক্রিটের জঙ্গল গজিয়ে উঠার ফলে শীতকালে বাড়ছে সাপেদের উপদ্রব। সেইসঙ্গে আবহাওয়া পরিবর্তনের প্রভাবেও সাপেদের জীবন চক্র বদলে গিয়েছে বলে অনেকে অনুমান করছেন।
পিয়া গুপ্তা