আরও পড়ুন: বন ও বন্যপ্রাণ রক্ষায় সচেতন করতে বিশেষ উদ্যোগ
কোচবিহারের এই দিঘির দূষণের মাত্রা বাড়ছে। দিঘির জলে অক্সিজেন কমছে। খাবার দেওয়ার পর জল পরিষ্কার না হওয়াতেই হয়ত এই বিপত্তি বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা। মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শীল জানান, গত কয়েক মাস আগে অজানা রোগে শিব দিঘিতে বহু কচ্ছপ তথা মোহনের মৃত্যু হয়েছে। এছাড়া পরিস্থিতি অনেকটাই ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক এতগুলি মোহনের মৃত্যুতে মোহনের অস্তিত্ব বানেশ্বর থেকে বিলীন হওয়ার মুখে। দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করা না হলে অদূর ভবিষ্যতে হয়ত মোহন বানেশ্বর থেকে বিলীন হয়ে যাবে। তবে এত কিছুর পরেও হেলদোল নেই জেলা প্রশাসনের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তিনি আরও জানান, চলতি মাসে এখনও পর্যন্ত সাতটি কচ্ছপ অসুস্থ অবস্থায় বন দফতরের অধীনে চিকিৎসাধীন। এছাড়াও আরও বেশকিছু কচ্ছপের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। সব মিলিয়ে গোটা বিষয়টি নিয়ে প্রশাসনিক উদাসীনতা চোখে পড়ছে প্রতি মুহুর্তে। তবে এই গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্তারা। তাঁরা এই বিষয় নিয়ে কোনও প্রকার প্রতিক্রিয়া দিতে নারাজ। তবে জেলা কোচবিহারের দীর্ঘ সময়ের ঐতিহ্য এই কচ্ছপ বা মোহন নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন পরিবেশপ্রেমীরা। বারংবার এভাবে মৃত্যু রুখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক জেলা প্রশাসন, এমনটাই দাবি জেলাবাসীর।
সার্থক পণ্ডিত