Siliguri News: বন ও বন্যপ্রাণ রক্ষায় সচেতন করতে বিশেষ উদ্যোগ

Last Updated:

এই প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীতে থাকবেন জনপ্রিয় ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফার রথিকা রামাস্বামী। বন ও বন্যপ্রাণ রক্ষার বার্তা নিয়ে আয়োজিত বিশেষ এই প্রতিযোগিতাটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল প্রবল

+
বন

বন এবং বন্যপ্রাণ রক্ষায় বিশেষ উদ্যোগ 

শিলিগুড়ি: বন এবং বন্যপ্রাণ রক্ষার উদ্দেশ্যে নিয়ে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করল সেভ ওয়াইল্ড লাইফ অফ নর্থ বেঙ্গল। সংস্থার উদ্যোগে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে দু’দিন ব্যাপী প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দেশের ১৩০ জন চিত্রগ্রাহকের তোলা প্রায় ৩০০ টি ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে।
এই প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীতে থাকবেন জনপ্রিয় ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফার রথিকা রামাস্বামী। বন ও বন্যপ্রাণ রক্ষার বার্তা নিয়ে আয়োজিত বিশেষ এই প্রতিযোগিতাটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল প্রবল। মা হাতির সঙ্গে তাঁর বাচ্চার খেলা, পাখির ঠোঁটে মাছ, পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা নদী সহ নজরকাড়া নানা ছবিগুলি সকলের মন কেড়েছে।
advertisement
advertisement
প্রদর্শনীর পাশাপাশি প্রতিযোগিতা ও পুরস্কারেও ছিল চমক। প্রথম স্থানাধিকারীকে জন্য বরাদ্দ ছিল ৫০ হাজার টাকা। নিকনের টক শোর-ও ব্যবস্থা ছিল। এছাড়া রথিকা রামাস্বামীর সঙ্গে দেখা করে নানা কলাকৌশল সম্পর্কে জানার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। এই প্রদর্শনীতে এসে সাধারণ মানুষ যাতে বনের সৌন্দর্য ও ভবিষ্যতে বনের প্রাণীদের রক্ষার জন্য এগিয়ে আসেন সেই চেষ্টাতেই এমন উদ্যোগ। সংগঠনের সহ সভাপতি ডঃ কৌস্তভ ভৌমিক বলেন, ‘চিত্রগ্রাহকদের উৎসাহ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা গড়ে তুলতে আমরা বিশেষ এই প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করছি।’
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সংগঠনের একজন সাধারণ সদস্য জানান, মানুষ যেন বন্যপ্রাণ এবং জঙ্গল সম্পর্কে আরও সচেতন হন সেই উদ্দেশ্যেই এমন অভিনব আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এমন প্রদর্শনীর ফলে সাধারণ মানুষেরও বন্যপ্রাণ সম্পর্কে অনেক ধারণা বাড়বে বলে বিশ্বাস উদ্যোক্তাদের। এছাড়াও চিত্রগ্রাহকদের প্রতিভা ও তাঁদের কাজে উৎসাহ দানের জন্য বিশেষ এই পদক্ষেপ বলে জানান উদ্যোক্তারা।
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: বন ও বন্যপ্রাণ রক্ষায় সচেতন করতে বিশেষ উদ্যোগ
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement