আরও পড়ুন: হাসপাতালে পরিকাঠামো থাকলেও চিকিৎসক নেই, অসুস্থ গবাদি পশুদের নিয়ে সমস্যা
উত্তর দিনাজপুর জেলার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাস। শীতকাল এলেই এখানে ভিড় বাড়তে শুরু করে পর্যটকদের। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ থেকেও বহু পর্যটক এখানে পাখি দেখতে আসেন। তবে এবছর শীতের শুরুতেই হঠাৎ বেড়ে গেল রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসের প্রবেশমূল্য। যেখানে আগে মাথাপিছু টিকিটের মূল্য ছিল ৪০ টাকা, এখন তা এক ধাক্কায় তিনগুণ বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে। সরকারি কোষাগার ভরাতেই রাজ্যের হাতে থাকা সমস্ত পর্যটন কেন্দ্রের প্রবেশ মূল্য বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। তারই অংশ হিসেবে এখানেও টিকিটের দাম বাড়ল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তবে এক ধাক্কায় এতোটা প্রবেশ মূল্য বৃদ্ধি পাওয়ায় কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে রায়গঞ্জের স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উল্লেখ্য রায়গঞ্জে কুলিক নদীর তীরে অবস্থিত এই কুলিক পক্ষী নিবাস। যেটি এশিয়ার বৃহত্তম পক্ষী নিবাস হিসেবে পরিচিত। রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য ও বিদেশি থেকেও শীতকালে এখানে পর্যটক সমাগম হয়। হঠাৎ প্রবেশ মূল্য এতটা বাড়িয়ে দেওয়ার কারণ হিসেবে বিভাগীয় বন আধিকারিক দাওয়া সাংমু শেরপা জানান, এ বছর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত স্যাংচুয়ারিগুলি আছে সেখানে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এদিকে এতটা ভাড়া বেড়ে যাওয়ায় এখানে পর্যটকের সংখ্যা কমে যাবে বলে আশঙ্কা স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের।
পিয়া গুপ্তা