Malda News: হাসপাতালে পরিকাঠামো থাকলেও চিকিৎসক নেই, অসুস্থ গবাদি পশুদের নিয়ে সমস্যা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
নিয়মিত খোলে না পশু হাসপাতাল। সপ্তাহে তিনদিন থেকে চারদিন খোলা থাকে। অসুস্থ গবাদি পশুকে চিকিৎসার জন্য নিয়ে এসে হয়রানির শিকার হতে হয় মানুষকে
মালদহ: ভবন রয়েছে, চিকিৎসা সরঞ্জাম থেকে সমস্ত কিছু প্রস্তত। কিন্তু চিকিৎসক নেই। ফলে অসুস্থ গবাদিপশুর চিকিৎসা করাতে চরম বিপাকে পড়তে হচ্ছে এলাকার মানুষকে। দীর্ঘদিন ধরেই চিকিৎসকের অভাবে ধুঁকছে হরিশচন্দ্রপুরের একমাত্র পশু হাসপাতাল। চিকিৎসকের ঘাটতি পূরণের জন্য এলাকার প্রাণীবন্ধু বাধ্য হয়ে চিকিৎসকের ভূমিকা পালন করছে নেই হাসপাতালে।
এলাকাবাসীদের কাছ থেকে জানা গেল নিয়মিত খোলে না এই পশু হাসপাতাল। সপ্তাহে তিনদিন থেকে চারদিন খোলা থাকে। অসুস্থ গবাদি পশুকে চিকিৎসার জন্য নিয়ে এসে হয়রানির শিকার হতে হয় মানুষকে। স্থানীয় বাসিন্দা শেখ মিরাজুল বলেন, ঝাঁ চকচকে ভবন রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনও পশু চিকিৎসক নেই এখানে। ফলে হাসপাতালে এসে ঘুরে যেতে হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
মালদহের এই পশু হাসপাতালের বেহাল দশার কারণে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। একসময় এই হাসপাতালে নিয়মিত চিকিৎসক থাকতেন। নিয়মিত পরিষেবা পেতেন স্থানীয়রা। কিন্তু গত কয়েক বছর ধরেই এই পশু হাসপাতালের পরিষেবা বেহাল হয়ে পড়েছে। ফলে সঠিকভাবে পাওয়া যাচ্ছে না ওষুধ।স্থানীয় একজন ভেটেনারি ফিল্ড সার্ভে অফিসার এসে হাসপাতাল খোলেন। কম্পাউন্ডার এবং গ্রুপ-ডি’র কর্মীরাই সমস্ত কাজ চালান। যদিও তাঁদেরকে প্রত্যেকদিন পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে ভেটেনারি সার্ভে ফিল্ড অফিসার কালাচাঁদ কর্মকার এলাকাবাসীদের অভিযোগ কার্যত মেনে নিয়েছেন। তিনি জানান, মানুষের সুবিধার জন্যই হাসপাতাল খোলেন। কিন্তু চিকিৎসক না থাকায় সঠিকভাবে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 1:29 PM IST