জঞ্জাল মুক্ত রাখতে কর দেওয়া বাধ্যতামূলক করল পৌরসভা। কর না দিলে মিলবে না পৌরসভার পরিষেবা। সরকারি পৌর পরিষেবা নিতে গেলে আগে পৌর নাগরিকদের মেটাতে হবে মাসিক ৩০ টাকা জঞ্জাল কর। বোর্ড অফ কাউন্সিলে বৈঠক করে এমনই সিদ্ধান্ত জানাল মালদহের ইংরেজবাজার পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, “কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই কর আদায় করা হচ্ছে। আগে জঞ্জাল কর দিতে হবে তারপর পৌরসভার অন্যান্য পরিষেবা পাবেন পৌর নাগরিকরা। তবে জল, স্বাস্থ্যের মত অন্যান্য জরুরি পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।”
advertisement
আরও পড়ুন: শিয়রে ঘূর্ণাবর্ত, মৌসুমি অক্ষরেখার দাপট…! দফায় দফায় বৃষ্টি, কেমন থাকবে ২ দিন, জানাল আইএমডি
তবে পৌরসভার এই সিদ্ধান্তে অসম্মতি জানিয়েছেন পৌর নাগরিকরা। এক পৌর নাগরিক দেবপ্রিয়া চট্টোপাধ্যায় বলেন, “পৌরসভার সমস্ত রকম কর আমরা দিয়ে থাকি। তবে আলাদাভাবে জঞ্জাল কর না দিলে পৌরসভার পরিষেবা থেকে বঞ্চিত হব সেটা আমরা মানতে পারছিনা। রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়তি কর এর বিষয়ে আগেই জানিয়েছেন যে নাগরিকদের ওপর যেন বাড়তি কর এর বোঝা না চাপিয়ে দেওয়া হয় তা সত্ত্বেও পৌরসভার এমন সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তে সহমত নয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই জঞ্জাল কর বিষয়টি নিয়ে সরব হয়েছে জেলার বণিক মহল। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু জানান, “কিছুদিন আগেই আমাদের সংগঠনের সভায় আমরা জঞ্জাল কর দিব না বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে এ নিয়ে আমরা চেয়ারম্যানকে চিঠি করব এবং জঞ্জাল কর যেন মুকুব করা হয় এই বিষয়ে আলোচনা করব।”
তবে প্রশ্ন হচ্ছে যেখানে কিছুদিন আগেই এক প্রশাসনিক বৈঠকে বাড়তি কর নেওয়া যাবে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে ইংরেজবাজার পৌরসভার এমন সিদ্ধান্ত প্রশ্ন ভাবাচ্ছে পৌর নাগরিকদের।
জিএম মোমিন