তিস্তা নদীতে পরিযায়ী পাখিদের ভিড় নতুন কিছু নয়। তবে করলা নদীতে পরিযায়ী পাখিদের এমন আনাগোনা আগে তেমন চোখে পড়েনি উত্তরবঙ্গের জলপাইগুড়িবাসির। প্রায় বেশ কয়েক বছর পর জলপাইগুড়ির করলা নদীতে এখন অসংখ্য এই ধরনের পাখি, হাঁস এসেছে। ডুয়ার্সের বিভিন্ন পাহাড়ি এলাকা ছাড়াও লাদাখ বা ইউরোপের মতন মহাদেশ থেকে ঝুঁটি হাঁস জলপাইগুড়ির করলা নদীতে এসেছে। এর কারণ যাই হোক না কেন এত পরিযায়ী পাখি দেখে খুশি সকলেই।
advertisement
পরিযায়ী পাখি দেখতে ৮ থেকে ৮০ সব ধরনের মানুষ ভিড় করছেন করলা নদীর বুকে। সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় থাকে চোখে পড়ার মতো। শত শত পাখি নদীর জলে খেলে বেড়াচ্ছে, কখনও তারা মায়ের সঙ্গে খেলছে আবার কখনও নদীর জলে ডুব মারছে। শান্ত পরিবেশে এমন চোখ জুড়ানো ও মন ভোলানো দৃশ্য কার না ভালো লাগে। পাখিদের নানান কার্যকলাপের দৃশ্য দেখলে চোখ ও মন দুই জুড়িয়ে যাচ্ছে সকলের।
SUROJIT DEY