TRENDING:

Jalpaiguri News: করলা নদীতে অসংখ্য পরি‌যায়ী পাখির ভিড়, দেখতে ছুটছেন পর্যটকরা

Last Updated:

Jalpaiguri News: বিশেষত নভেম্বরের শেষের দিক থেকে পরিযায়ী পাখি আসতে শুরু করে । ডিসেম্বর থেকে এই সময় পর্যন্তও বসবাস করে পাখিরা। তবে এইবার আর তিস্তায় নয়। করোলা নদীতেই ভিড় পরি‌যায়ীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতই জলপাইগুড়িতেও নভেম্বরের শেষের দিক থেকে পরিযায়ী পাখি আসতে শুরু করে। ডিসেম্বর থেকে এই সময় পর্যন্তও বসবাস করে পাখিরা। তবে এইবার আর তিস্তায় নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের পাখির অস্থায়ী বাসস্থান এখন করোলা নদীতে। লাদাখ হোক বা ইউরোপের মত মহাদেশ সেখানকার ব্রন্মনীহাসের বাসস্থান করোলা নদীর বুকে। এছাড়াও দূরদূরান্ত থেকে আসা নানান ধরনের পাখি এই নদীতে এসে বাসা বেঁধেছে। স্বাভাবিকভাবেই অপরূপ এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দর্শকরাও এখানে এসে ভিড় করছেন।
advertisement

তিস্তা নদীতে পরিযায়ী পাখিদের ভিড় নতুন কিছু নয়। তবে করলা নদীতে পরিযায়ী পাখিদের এমন আনাগোনা আগে তেমন চোখে পড়েনি উত্তরবঙ্গের জলপাইগুড়িবাসির। প্রায় বেশ কয়েক বছর পর জলপাইগুড়ির করলা নদীতে এখন অসংখ্য এই ধরনের পাখি, হাঁস এসেছে। ডুয়ার্সের বিভিন্ন পাহাড়ি এলাকা ছাড়াও লাদাখ বা ইউরোপের মতন মহাদেশ থেকে ঝুঁটি হাঁস জলপাইগুড়ির করলা নদীতে এসেছে। এর কারণ যাই হোক না কেন এত পরিযায়ী পাখি দেখে খুশি সকলেই।

advertisement

আরও পড়ুনঃ Jalpaiguri News: জলপাইগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু, আহতদের দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ

পরিযায়ী পাখি দেখতে ৮ থেকে ৮০ সব ধরনের মানুষ ভিড় করছেন করলা নদীর বুকে। সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় থাকে চোখে পড়ার মতো। শত শত পাখি নদীর জলে খেলে বেড়াচ্ছে, কখনও তারা মায়ের সঙ্গে খেলছে আবার কখনও নদীর জলে ডুব মারছে। শান্ত পরিবেশে এমন চোখ জুড়ানো ও মন ভোলানো দৃশ্য কার না ভালো লাগে। পাখিদের নানান কার্যকলাপের দৃশ্য দেখলে চোখ ও মন দুই জুড়িয়ে যাচ্ছে সকলের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

SUROJIT DEY

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: করলা নদীতে অসংখ্য পরি‌যায়ী পাখির ভিড়, দেখতে ছুটছেন পর্যটকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল