TRENDING:

Elephants Rampage: জল না পেয়ে এ কী কাণ্ড! কল উপড়ে ফেলে দিল হাতির দল...

Last Updated:

Elephants Rampage: সরকারি নলকূপে জল না পেয়ে গোটা নলকূপটাই উপড়ে ফেলে দিল হাতির দল! গোটা ঘটনায় চোখ কপালে এলাকাবাসীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: রাগের বশে এ কী কাণ্ড গজরাজের! জ্বল তেষ্ঠা মেটাতে না পেরে রীতিমত তাণ্ডব চালাল। জঙ্গল সংলগ্ন সরকারি নলকূপে জল না পেয়ে গোটা নলকূপটাই উপড়ে ফেলে দিল হাতির দল! গোটা ঘটনায় চোখ কপালে এলাকাবাসীদের।
advertisement

মানুষের দাপটে এমনিতেই জঙ্গলের পরিমাণ ক্রমশ কমছে। ফলে বন্য পশুদের বসবাসের জায়গা ক্রমশ কমে আসছে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণতা বেড়ে যাওয়ায় পানীয় জলের সঙ্কটও দেখা দিচ্ছে বন্যপ্রাণীদের ক্ষেত্রে। আর তাই কখনও খাদ্য, আবার কখনও পানীয় জলের সন্ধানে লোকালয়ে হানা দিতে দেখা যাচ্ছে হাতিদের। এদিন জলপাইগুড়ি সংলগ্ন মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল সংলগ্ন বড়দিঘি চা বাগান এলাকায় হাতির তাণ্ডবের এই ঘটনাটি ঘটেছে। গোটা বিষয়টিতে হতবাক স্থানীয়রা। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

advertisement

আরও পড়ুন: সরকারি হাসপাতালের কামাল! চিকিৎসকদের চেষ্টায় দৃষ্টিশক্তি ফিরে পেলেন প্রসূতি

এখানেই শেষ নয়, হাতির দল এলাকার বেশ কিছু কলা ও সুপারি গাছেরও ক্ষতি করে। জানা গিয়েছে, এলাকা সংলগ্ন লাটাগুড়ি জঙ্গল থেকে ৬ থেকে ৭ টি হাতির একটি দল চলে আসে বড়দিঘি চা বাগানে। বাগানের চম্পা লাইনে থাকা নলকূপে জল না পেয়ে তা উপড়ে ফেলে দেয় হাতি। স্থানীয় জনগণের চিৎকারে হাতিগুলো বাড়ি ঘরের কোনও ক্ষতি করতে না পারলেও এলাকার বহু গাছের ক্ষতি করে। এদিন ভোররাত নাগাদ হাতিগুলো বড়দিঘি চা বাগান হয়ে ফের লাটাগুড়ির জঙ্গলে চলে যায়।

advertisement

View More

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ভরত টোপনো বলেন, মাঝেমধ্যেই বাগানে হাতির দল ঢুকে তাণ্ডব চালায়। এদিনও এলাকার একটি রিগবোর নলকূপ উপড়ে ফেলে দেয় হাতি। এলাকায় হাতির হানা রুখতে রাতে বন কর্মীদের টহলদারী দাবি করেছেন বাসিন্দারা। বন দফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জঙ্গল লাগোয়া একটি রিসোর্টের ভেতরে ঢুকে হানা দেয় জংলি হাতির দল। ইদানিং লোকালয়ে হাতির হানা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাতে হচ্ছে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephants Rampage: জল না পেয়ে এ কী কাণ্ড! কল উপড়ে ফেলে দিল হাতির দল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল