TRENDING:

Dooars Elephant Attack : ঠিক ১ বছর আগে এখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, সেই দুঃসহ স্মৃতির প্রতিশোধেই কি ফের হাতির হামলা?

Last Updated:

ঘটনাটি ঘটেছে, সোমবার রাত দেড়টা নাগাদ বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা - বাগানের অন্তর্গত হলদিবাড়ি চা বাগানে (Haldibari Tea Garden)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বানারহাট : প্রতিশোধ নিতেই কি হামলা! এ বার চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডাইরেক্টরের বাংলোয় হামলা চালাল বুনো হাতির দল (elephant attack)। ঘটনাটি ঘটেছে, সোমবার রাত দেড়টা নাগাদ বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা - বাগানের অন্তর্গত হলদিবাড়ি চা বাগানে (Haldibari Tea Garden)।
advertisement

উল্লেখ্য, গত বছর ১৭ ডিসেম্বর গভীর রাতে ডুয়ার্সের (Dooars) হলদিবাড়ি চা বাগানের শেষ প্রান্তে নদীর পাশে হাই ভোল্টেজ  বিদ্যুৎবাহী তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একটি পূর্ণবয়স্ক বুনো হাতির। বছর ঘুরতে না ঘুরতেই সেই দলের হাতিরাই এবারে হামলা চালালো সেই চা বাগানের দুটি বাংলোতে। এমনটাই মনে করছেন পরিবেশপ্রেমী থেকে শুরু করে চা বাগানের শ্রমিকরা। গুঁড়িয়ে দিয়েছে দেওয়ালও।

advertisement

আরও পড়ুন : প্রচারে নেমে পড়লেন অশোক, পুরভোটের আগে শিলিগুড়িতে চমক দিল তৃণমূলও

প্রসঙ্গত, গতকাল হলদিবাড়ি চা বাগান থেকে কিছুটা দূরে অবস্থিত মোরাঘাট হিন্দি কলেজের পাশে এয়ারফিল্ড এলাকায় দিনভর ১৪-১৫ টি হাতির একটি দলটি আটকে ছিল। প্রাথমিক ভাবে অনেকেই অনুমান করছে সেই হাতির দলটিও রাতে আক্রমণ করে থাকতে পারে।

advertisement

চাবাগান সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ আচমকাই মোরাঘাট জঙ্গল থেকে একদল বুনো হাতি হলদিবাড়ি চাবাগানের শ্রমিক লাইনে ঢুকে পড়ে শ্রমিকরা আতঙ্কে চিৎকার শুরু করলে সেখানে থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডিরেক্টরের বাংলোয় ঢুকে হামলা চালায়।

আরও পড়ুন : ডুয়ার্সে সোনাখালির জঙ্গলের কাছে বাগানে গরু আনতে গিয়ে বাইসনের হামলায় আহত গ্রামবাসী

advertisement

এত দিন বুনো হাতির দল চাবাগানের বিভিন্ন শ্রমিক লাইনে ঢুকে হামলা চালানোর পরে  এ বার সরাসরি বাগান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডিইরেক্টরের বাংলোয় এ বার ঢুকে হামলা চালানোর ঘটনায় সমগ্র বাগান জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন : দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল, অবশেষে ইন্দো-ভুটান সড়কের ভার্চুয়াল উদ্বোধনে রাজনাথ সিং

advertisement

হলদিবাড়ি চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কানাইলাল মহাপাত্র জানান, ‘‘এভাবে মাঝেমধ্যেই চাবাগানে বুনো হাতির পাল ঢুকে পড়ছে। রাত দেড়টা নাগাদ আচমকাই হাতির দল ঢুকে পড়ে আমার স্টোর রুম ভেঙে সাইকেল ও মোটরবাইকের উপর হামলা চালিয়ে নষ্ট করে দেয়। পালানোর চেষ্টা করলে দেখি আমার গেটের সামনেও হাতি দাঁড়িয়ে রয়েছে। প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এর পর বাগানের শ্রমিকরা এসে বাজি পটকা ফাটিয়ে  হাতির দলটিকে জঙ্গলে ফিরিয়ে দিলে আতঙ্ক মুক্ত হই।’’

ঘটনা প্রসঙ্গে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার শুভাশিস রায় বলেন, ‘‘গতকাল রাতে আমাদের কর্মীরা অন্য এলাকায় হাতি তাড়াতে ব্যস্ত থাকলেও চাবাগান এলাকায় হাতি ঢুকে পড়ার কোনওরকম খবর আমাদের কাছে আসেনি।’’  অন্যদিকে,  এ দিন মোরাঘাট জঙ্গলের খট্টিমারির ঝাড়আলতা-২  গ্রাম পঞ্চায়েতের ভান্টারকুড়া এলাকায় মিঠুন রায় নামে এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে একটি দাঁতাল হাতি ঢুকে তিনটি কাঁচা ঘর ভেঙে দেয়। নষ্ট করে এলাকার কিছু চাষের জমির ফসলও।

বন দফতর সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা বন দফতরের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রমাণস্বরূপ আবেদন করলে ক্ষতিপূরণ পাবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

( প্রতিবেদন: রকি চৌধুরী)

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dooars Elephant Attack : ঠিক ১ বছর আগে এখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, সেই দুঃসহ স্মৃতির প্রতিশোধেই কি ফের হাতির হামলা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল