#শিলিগুড়ি: পুরভোটের আগে বড় চমক তৃণমূলে (Siliguri Civic Polls)। বিরোধী শিবিরের দুই বিদায়ী কাউন্সিলরকে দলে টেনে নিল শাসক দল। ৮ নং ওয়ার্ডের বিজেপির খুশবু মিত্তল এবং ২৬ নং ওয়ার্ডের সিপিএমের দীপায়ন রায় আজ যোগ দেন তৃণমূলে। অন্যদিকে নাম ঘোষণা হওয়ার পরই প্রচারে নেমে পড়লেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য৷ সবমিলিয়ে নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই পুরভোট নিয়ে সরগরম শিলিগুড়ি৷
এবারে ২৬ নম্বর দীপায়নের স্ত্রীকে টিকিট দেওয়াটা পাকাই ছিল বামেদের। শেষ মূহূর্তে দীপায়ন দল ছাড়ায় ওই আসনে আজ প্রার্থীর নাম ঘোষণা করেনি বামেরা। এদিন তৃণমূলে যোগ দেন প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর দেবশঙ্কর সাহাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই তৃণমূলের পতাকার তলায় আসা বলে দাবি বিদায়ী কাউন্সিলরদের।
আরও পড়ুন: দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল, অবশেষে ইন্দো-ভুটান সড়কের ভার্চুয়াল উদ্বোধনে রাজনাথ সিং
এর আগেও বাম এবং কংগ্রেসের একাধিক কাউন্সিলর যোগ দেন তৃণমূলে। এতে পুরভোটের আগে দল আরও শক্তিশালী হল বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
অন্যদিকে পুরসভা নির্বাচনের আগে "ঘরে" ফিরলেন প্রাক্তন কংগ্রেসীরা। জেলা মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুলোচনা মিত্র এবং মুক্তার আহমেদ সদলবলে আজ তৃণমূল ছেড়ে পুরনো দল কংগ্রেসে ফিরলেন। বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন প্রাক্তন জেলা ছাত্র পরিষদ সভাপতি রোনাল্ড দে-ও। পুরনোরা ঘরে ফেরায় খুশি জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার।
প্রথমে নির্বাচনে না লড়ার কথা বললেও শেষ পর্যন্ত নিজের ৬ নম্বর ওয়ার্ড থেকেই প্রার্থী হচ্ছেন অশোক ভট্টাচার্য৷ জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকারের অবশ্য দাবি, অশোক ভট্টাচার্য নির্বাচনে লড়বেন ধরে নিয়েই এগিয়েছিলেন তাঁরা৷ জীবেশ সরকার বলেন, 'বিকল্প মুখের কথা ভাবিইনি। ভাবতে যাবোই বা কেন! আমাদের দলে ব্যক্তির থেকে দলগত সিদ্ধান্ত বড়। আর তাই ৬ নং ওয়ার্ড থেকেই লড়বেন অশোক ভট্টাচার্য এবং পুরভোটে নেতৃত্ব দেবেন। '
আরও পড়ুন: সন্ধির বার্তা বিনয়- রোশনের, পাহাড়ে শক্তি বাড়ছে তৃণমূলের
প্রথম দফায় ৪৭টির মধ্যে ৩৭টিতে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। এবারে বামেদের প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখ। রয়েছে রেড ভলান্টিয়ারদের নামও। তবে নাম নেই বর্ষীয়ান তিন বিদায়ী কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম, দিলীপ সিং, রেবা সরকারের। জীবেশ বাবুর অবশ্য দাবি, এখনও প্রার্থীদের নাম ঘোষণা বাকি৷ তাই তাড়াহুড়োর কিছু নেই। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে এবারে ভোটে দাঁড়াতেই চাননি প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সিং, প্রাক্তন মেয়র পারিষদ নুরুল ইসলাম।
এ দিকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়া মাত্রই প্রচারে নেমে পড়লেন অশোক ভট্টাচার্য। ৬ নং ওয়ার্ডে প্রচার। দলীয় কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন। রাস্তাতেই মালা পড়িয়ে লড়াইয়ে ফিরে আসার জন্য অশোকবাবুকে স্বাগত জানান অনুগামীরা। পরে দেওয়ালে ফ্লেক্সও সাঁটালেন নিজেই।
অন্যদিকে পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। পুরসভার ১৫ নং ওয়ার্ডে তুলি ধরলেন দলীয় বিধায়ক শঙ্কর মালাকার ও জেলা সভাপতি আনন্দ বর্মন। প্রার্থীর নাম ঘোষণা না হলেও দলীয় প্রতীক আঁকলেন দুই বিধায়ক।এদিকে আজই মহকুমা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ashok bhattacharya, Cpim, Siliguri