North Bengal News: সন্ধির বার্তা বিনয়- রোশনের, পাহাড়ে শক্তি বাড়ছে তৃণমূলের

Last Updated:

তৃণমূলে যোগ দিয়ে আজ সিনিয়র নেতা গৌতম দেবের সঙ্গে বৈঠক করলেন বিনয় তামাং (Binay Tamang) এবং রোহিত শর্মা।

গৌতম দেবের সঙ্গে বৈঠক করলেন বিনয় তামাং ও রোহিত শর্মা৷
গৌতম দেবের সঙ্গে বৈঠক করলেন বিনয় তামাং ও রোহিত শর্মা৷
#শিলিগুড়ি: আরও কাছাকাছি বিমল গুরুং (Bimal Gurung) ও বিনয় তামাং! তৃণমূলে যোগ দিয়েই ইঙ্গিতটা দেন বিনয় তামাং। আজ সেই ইঙ্গিতেই সিলমোহর দিলেন বিমল গুরুংয়ের ছায়াসঙ্গী রোশন গিরি (Binay Tamang in TMC)।
তৃণমূলে যোগ দিয়ে আজ সিনিয়র নেতা গৌতম দেবের সঙ্গে বৈঠক করলেন বিনয় তামাং এবং রোহিত শর্মা। শিলিগুড়ি পুরসভায় দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। আর বৈঠক থেকে বেরিয়ে ফের বিনয় বলেন, 'পাহাড়ে বিমল গুরুং, রোশন গিরিদের সঙ্গে যৌথভাবেই কাজ করবো। আমরা এক হয়ে গিয়েছি। মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়ের হাত শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। কারণ, ২০২৪-এ মমতা বন্দোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা। আর বিমল গুরুংয়ের সঙ্গে আগেও দু' বার বৈঠক হয়েছে, আবারও হবে শীঘ্রই। গুরুংকে সঙ্গে নিয়েই পাহাড়ের সার্বিক বিকাশ, উন্নয়নের কাজ করতে চাই।'
advertisement
advertisement
এ দিকে এই প্রসঙ্গে আজ দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, 'তৃণমূলের সঙ্গে আমরা আছি। তৃণমূলের সঙ্গে একযোগে কাজ করব। তৃণমূলের সঙ্গে আমাদের জোট আছে। আর বিনয় তামাংও তো তৃণমূলেই আছে।' রোশনের কথাতেই পরিষ্কার পাহাড় থেকে বিজেপিকে নির্মূল করতে একযোগেই কাজ করবে তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চা।
advertisement
যদিও বিনয় তামাংদের তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। শিলিগুড়ির জেলা বিজেপি-র সভাপতি আনন্দ বর্মন বলেন, 'পাহাড়ের মানুষ ওদের চেনে। লোকসভা তো বটেই বিধানসভা নির্বাচনেও দার্জিলিং এবং কালিম্পং দুই জেলার ৬টি আসনের মধ্যে ৫টি বিজেপির দখলে। পাহাড়বাসীর সমর্থন আগেও ছিল, আছে এবং বিজেপি-র প্রতিই থাকবে।'
advertisement
অন্যদিকে বিনয়ের সঙ্গে বৈঠককে সৌজন্যমূলক বলে দাবি করেন গৌতম দেব। তিনি বলেন, 'ওঁরা পাহাড়ে পরিচিত মুখ।  বিনয় তামাং, রোহিত শর্মাদের যোগদানে দল তো শক্তিশালী হবেই। আগামী দিনে ওদের অনুগামীরাও যোগ দেবে দলে। যা পাহাড়ে দলের সংগঠনকে আরও মজবুত করবে।'
আসন্ন পুরভোটে শিলিগুড়ির গোর্খা অধ্যুষিত ওয়ার্ডগুলিতে প্রচারে নামবেন বলে জানান বিনয়। তাঁর দাবি, শিলিগুড়ি পুরবোর্ড এবারে তৃণমূলের দখলেই আসবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal News: সন্ধির বার্তা বিনয়- রোশনের, পাহাড়ে শক্তি বাড়ছে তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement