জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে বসবাস বায়া গণেশের। এক সময় দাপুটে হাতি ছিল বায়া গণেশ। এলাকার মানুষদের ত্রাস ছিল সে। বর্তমানে বয়স বেড়েছে বায়া গণেশের। দাপুটে বায়া গণেশ এখন অনেক শান্ত। একা থাকতেই পছন্দ করে সে। এর আগে রাতের বেলা চিলাপাতার জঙ্গলে মাঝে মধ্যে দেখা মিলত বায়া গণেশের। রাস্তা পার করে অন্য জঙ্গলে চলে যেত সে।
advertisement
আরও পড়ুন: লেপার্ডের জ্বালাতনের মাঝেই ভয়ঙ্কর কাণ্ড! চাঞ্চল্য ছড়াতেই ময়দানে নামতে হল বন দফতরকে
এখন শরীর চর্চায় মন দিয়েছে বায়া গণেশ দেখেই বোঝা যাচ্ছে তার এক সপ্তাহের আচরণে। বয়স বেড়েছে, এই সময় নিজেকে ফিট রাখা জরুরি হয় তো বুঝেছে সে। বন দফতর সূত্রে জানা যায়, বায়া গণেশ এখন আর লোকালয়ে যায় না। জঙ্গলই ঘুরে বেড়ায়। খাওয়া দাওয়া, লবণ জল পান করে থাকে। রাজু বিশ্বা নামের এক পর্যটক জানান, “এই এলাকায় বড় হাতি রয়েছে আমরা শুনেছিলাম। তবে চাক্ষুস দেখে ভাল লাগছে। গন্তব্য যেতে দেরি হল ঠিক, তবে চোখ জুড়িয়ে গেল।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
৩০ মিনিট এদিক ওদিক ঘুরে আবার জঙ্গলে প্রবেশ করে বায়া গণেশ। তাকে দেখতে রাস্তার দুপাশে গাড়ির লম্বা লাইন দেখা যায় রোজ বিকেলে। বুনো হাতি দেখে অনেকে গাড়ি থেকে নেমে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।
Annanya Dey