জানা গেছে, এদিন সকালে নাথুয়া রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদীর বালির চরে একটি পূর্ণবয়স্ক মহিলা হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। যদিও এই এলাকায় হাতির আনাগোনা লেগেই থাকে। তবে এরকমের ঘটনা খুব কম ঘটেছে বলে এলাকাবাসীদের দাবি। যদিও হাতির মৃত্যুর প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে বাজ পড়ে হাতিটির মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতর আধিকারিক সূত্রে জানা গিয়েছে, জলঢাকা নদীর চর হল হাতির করিডর এক পাশে রামসাই অন্য পাশে নাথুয়া রেঞ্জ। গতকাল জলপাইগুড়ি জেলা বিভিন্ন এলাকায় বজ্রপাত হয়েছে, অনুমান করছে ফাঁকা মাঠের মধ্যে এই হাতির দাঁড়িয়েছিল। হঠাৎ করে বজ্রপাতেই মৃত্যু হয়েছে এই হাতিটির। ময়নাতদন্তের পর পুরো বিষয় জানা যাবে কী কারণে মৃত্যু হল এই হাতিটির।
সুরজিৎ দে






