Elephant Death: ডুয়ার্সে বাজ পড়ে হাতি মৃত্যু!শুক্রবার সাত সকালে ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।এদিন ডুয়ার্সের জলঢাকা নদীর চরে হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর যায় বন বনদফতর ও পুলিশের কাছে ।
জলপাইগুড়ি: ডুয়ার্সে বাজ পড়ে হাতি মৃত্যু! শুক্রবার সাত সকালে ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন ডুয়ার্সের জলঢাকা নদীর চরে হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর যায় বন দফতর ও পুলিশের কাছে।
হাতির মৃতদেহ
advertisement
জানা গেছে, এদিন সকালে নাথুয়া রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদীর বালির চরে একটি পূর্ণবয়স্ক মহিলা হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। যদিও এই এলাকায় হাতির আনাগোনা লেগেই থাকে। তবে এরকমের ঘটনা খুব কম ঘটেছে বলে এলাকাবাসীদের দাবি। যদিও হাতির মৃত্যুর প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে বাজ পড়ে হাতিটির মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বন দফতর আধিকারিক সূত্রে জানা গিয়েছে, জলঢাকা নদীর চর হল হাতির করিডর এক পাশে রামসাই অন্য পাশে নাথুয়া রেঞ্জ। গতকাল জলপাইগুড়ি জেলা বিভিন্ন এলাকায় বজ্রপাত হয়েছে, অনুমান করছে ফাঁকা মাঠের মধ্যে এই হাতির দাঁড়িয়েছিল। হঠাৎ করে বজ্রপাতেই মৃত্যু হয়েছে এই হাতিটির। ময়নাতদন্তের পর পুরো বিষয় জানা যাবে কী কারণে মৃত্যু হল এই হাতিটির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷