আরও পড়ুন: ইয়ালাম্বার, মুরচুঙ্গার নাম শুনেছেন? জানেন কোন জনজাতির বাদ্যযন্ত্র
লাগাতার হাতির আক্রমণে আতঙ্ক তৈরি হয়েছে আলিপুরদুয়ারের চা বাগানগুলিতে। আবাসনে থাকা খাদ্য সামগ্রীও সাবাড় করেছে হাতির দল।বাসিন্দাদের সূত্রে জানা যায়, জলদাপাড়া জঙ্গল থেকে বুনো হাতির দল এসে শ্রমিক মহল্লায় তাণ্ডব চালিয়েছে। দলটিতে চারটি হাতি ছিল। এই ঘটনায় আহত হননি কেউ। তবে প্রাণে বাঁচলেও আট চা শ্রমিকের ঘর পুরোপুরি তছনছ হয়ে গিয়েছে এই আক্রমণে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বেশ কয়েকজন গবাদি পশু আহত হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা। বিচ চা বাগানে একমাস আগের থেকেই হাতির দলটিকে দেখা যাচ্ছিল বলে জানা যায়। বাগানেও দিনের বেলায় ঘুরতে দেখা গিয়েছিল হাতির দলটিকে। ক্ষতিগ্রস্ত চা শ্রমিক বিশু ওরাঁও জানান, একেতেই ঠান্ডা। তার উপর ঘরহারা হলাম। এই অবস্থায় ঘর হারিয়ে ভয়ঙ্কর বিপদে পড়েছি, কী হবে জানি না।
অনন্যা দে