Bengali Traditional Musical Instrument: ইয়ালাম্বার, মুরচুঙ্গার নাম শুনেছেন? জানেন কোন জনজাতির বাদ্যযন্ত্র
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
ইয়ালাম্বার বাজা, মুরচুঙ্গা, বীণায়ু সহ নানান সঙ্গীতযন্ত্র এক সমৃদ্ধ ঐতিহ্য বহন করে। কিন্তু অত্যাধুনিক যন্ত্র সঙ্গীতের দাপটে এগুলি হারিয়ে যেতে বসেছে
আলিপুরদুয়ার: ইয়ালাম্বার বাজা, মুরচুঙ্গার নাম শুনেছেন কখনও? এগুলো রাই জনজাতির বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্রের নাম। নিরুপায় হয়ে এই জনজাতির পক্ষ থেকে বাদ্যযন্ত্রগুলি সংরক্ষণ করার দাবি তোলা হয়েছে।
ইয়ালাম্বার বাজা, মুরচুঙ্গা, বীণায়ু সহ নানান সঙ্গীতযন্ত্র এক সমৃদ্ধ ঐতিহ্য বহন করে। কিন্তু অত্যাধুনিক যন্ত্র সঙ্গীতের দাপটে এগুলি হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্ম জানেনই না কীভাবে এই বাদ্যযন্ত্রগুলি বাজাতে হয়। দেখতে কেমন হয় তাও অনেকের অজানা। এই বিষয়ে দুর্গা রাই জানান, আধুনিকতার ছোঁয়া সর্বত্র লেগেছে। রাই সমাজের নতুন প্রজন্মের প্রতিনিধিরা এগুলোর নামই শোনেনি, বাজিয়ে দেখা তো দূরের কথা। তাই এই প্রাচীন ঐতিহ্য ধরে রাখার জন্য সরকারের সহায়তা দরকার।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাই সমাজের মানুষেরা জানিয়েছেন, এই বাদ্যযন্ত্র বাঁশের তৈরি হয়। ইয়ালাম্বার বাজা হাত দিয়ে, মুরচুঙ্গা মুখে বাজানো হয়। রাই জনজাতির আরও বাদ্যযন্ত্র রয়েছে, এগুলি সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাজানো হয়। এই বাদ্যযন্ত্রগুলি সম্পর্কে সকলে জানুক তা চাইছেন রাই সমাজের মানুষেরা।বিশ্ববিদ্যালয় বা অন্য কোনও মিউজিয়ামে স্থান পাক বাদ্যযন্ত্রগুলি, এমনটাই ইচ্ছে তাঁদের।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2024 8:03 PM IST