মৃত বুধুরাম গোয়ালার বাড়ি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক সংলগ্ন মেচপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি এদিন দুপুরে ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। বিদ্যুতের সংযোগ বন্ধ না করেই এই কাজ করছিলেন বলে জানা গিয়েছে। এইভাবে কাজ করতে তাঁকে পরিবারের সদস্যরা বারবার বারণ করেছিলেন বলে খবর। কিন্তু তাতে বুধুরাম কান দেননি। সেই কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অবশেষে তিনি মারা যান। এলাকার এক বাসিন্দা জানান, বুধুরাম এলাকায় ইলেকট্রিসিয়ান হিসেবে পরিচিত ছিলেন। এলাকায় কারও বাড়ি বিদ্যুতের সমস্যা হলে তিনি কাজ করে দিতেন।
advertisement
আরও পড়ুন: শিক্ষকের হাতে বেতের মার খেতেই এই দিনে স্কুলে হাজির হন প্রাক্তনীরা
এদিন নিজের ঘরে কাজ করতে করতেই তাঁর ইলেকট্রিক শক লাগে এবং এক ঝটকায় মাটিতে পড়ে যান তিনি। এই অবস্থায় তাঁকে তড়িঘড়ি স্থানীয়রা লতাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
অনন্যা দে