আরও পড়ুন: অসময়ের বৃষ্টিতে জলের তলায় চাষের জমি, আলু বাঁচাতে কী করবেন জেনে নিন
দূষিত করলা নিয়ে জলপাইগুড়িবাসীর অভিযোগ কম নয়। কিন্তু সেই করলা খানিক দূষণমুক্ত হওয়ায় মাছেদের আনাগোনা বেড়েছে। আর এতে বেশ খুশি মৎসপ্রেমীরা। এখন নদীপাড়ে গেলেই চোখে পড়ে নৌকা করে কিংবা থার্মোকলের ডিঙি বানিয়ে চলছে মাছ ধরা। কেউ আবার নদীর ধারেই বসে পড়েছেন। একদিকে ছুটির দিন, অন্যদিকে হালকা বৃষ্টি আর রোদের এ যেন ককটেল।
advertisement
মাছ ধরতে ধরতে কেউ হঠাৎ বলে উঠছেন ‘এই আসছে, আসছে’, আবার কারোর মুখে ‘ধুর, মিস হয়ে গেল’-এর মত বাক্য।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
করলা ও তিস্তাতে এদিন বসেছিল বঁড়শি নিয়ে মাছ শিকারিদের মিলনমেলা। সকাল সাতটা থেকে বন্ধুর নৌকায় করলার বুকে ভাসছেন অসীম পাল। তাঁর কথায়, সময় পেলেই ছিপ নিয়ে চলে আসি। কোনও দিন মাছ ওঠে, আবার কোনও দিন মাছ বঁড়শিতে ধরা দেয় না। আজ যেমন একটা ছোট বাটা উঠেছে। সব মিলিয়ে জলপাইগুড়ির এই দুই নদীর পাড় এখন যেন বয়স্কদের অবসর যাপনের এক ঠিকানা হয়ে উঠেছে।
সুরজিৎ দে