Malda News: অসময়ের বৃষ্টিতে জলের তলায় চাষের জমি, আলু বাঁচাতে কী করবেন জেনে নিন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
অনেক জায়গাতেই জমিতে জল জমে ছত্রাকের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই সঠিক সময়ে আলুর চারা গাছ বৃদ্ধি না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মালদহের কৃষকদের এই চিন্তা দূর করতে এগিয়ে এলেন কৃষিকর্তারা
মালদহ: অসমেয় বৃষ্টিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আলু চাষিদের। মরশুমের শুরুতেই বৃষ্টির ফলে আলুর ফলন নিয়ে চিন্তিত চাষিরা। সবেমাত্র আলুর বীজ পোঁতা হয়েছে জমিতে। এখনও ঠিকমত চারাগাছ বের হয়নি। এই সময় দুই দিনের বৃষ্টি বেশ কিছুটা ক্ষতি করেছে আলু চাষের। অনেক জায়গায় চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় আলুর বীজে পচন ধরতে শুরু করেছে। এই পরিস্থিতিতে কী করবেন তার পরামর্শ দিলেন কৃষি বিশেষজ্ঞ।
অনেক জায়গাতেই জমিতে জল জমে ছত্রাকের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই সঠিক সময়ে আলুর চারা গাছ বৃদ্ধি না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মালদহের কৃষকদের এই চিন্তা দূর করতে এগিয়ে এলেন কৃষিকর্তারা। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তের আলু চাষের খোঁজখবর নিয়েছেন জেলা কৃষি আধিকারিক। মালদহে জেলায় দুই দিনের গড়ে প্রায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। খুব বেশি বৃষ্টিপাত হয়নি। এর ফলে আলু চাষে বিশাল ক্ষতির আশঙ্কা কম। তবে যে সমস্ত জমিতে জল জমে রয়েছে সেখানে আলু বীজে পচন ধরতে পারে। তাই দ্রুত জমির জল বাইরের নিকাশ করার পরামর্শ দিচ্ছেন কৃষিকর্তারা। পাশাপাশি যে সমস্ত জমিতে বৃষ্টির ফলে ছত্রাক আক্রমণ শুরু হয়েছে দ্রুত সেই সব জমিতে ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দিয়েছেন জেলা কৃষি আধিকারিক।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বৃষ্টির পর আকাশ ঝলমলে রয়েছে। তবে সকালের দিকে কুয়াশা থাকছে। এতে ছত্রাকের আক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আলু চাষিরা এই সময় জমিতে ছত্রাক নাশক স্প্রে করলে আলুর গাছ ভাল হবে। মালদহ জেলা কৃষি দফতরের আধিকারিক দিবানাথ মজুমদার বলেন, মালদহে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আলু চাষে তেমন ক্ষতির সম্ভাবনা নেই। তারপরও যদি কোথাও জল জমে থাকে কৃষকদের বলব দ্রুত জল নিকাশ করতে। ছত্রাক নাশক স্প্রে করতে হবে এখন। তাহলে আর আলুর ক্ষতি হবে না।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 4:32 PM IST