আরও পড়ুন: ডাক্তার দেখিয়ে আর বাড়ি ফেরা হল না, নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি
হাসপাতাল সূত্রে খবর, ২০১১ সাল থেকে হাসপাতালে খাবার দেওয়ার দায়িত্বে আছে আকচা মহামিলন সঙ্ঘ। অভিযোগ, ৭ বছর আগের রেট অনুযায়ী খাবার দিতে হচ্ছে, বরাদ্দ বাড়েনি। তার ফলেই রোগীদের মেনুতে কাটছাঁট করতে হচ্ছে। এই বিষয়ে কুশমণ্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস বলেন, হাসপাতালের মেনুচার্ট অনুযায়ী খাবার দেওয়ার কথা। তবে কেন এমন হল, তদন্ত করে দেখা হবে। হাসপাতালে খাবারের মান নিয়মিত পরিদর্শন করে দেখা হয় বলে তিনি জানান।
advertisement
সরকারি তথ্য বলছে, রোগীদের সকালে ২৫০ মিলি দুধ, একটি সেদ্ধ ডিম, ৫০ গ্রাম পাঁউরুটি, একটি কলা দেওয়ার কথা। দুপুরে ভাত, ডাল, মিক্সড সব্জি, মাছ ও রাতের মেনুতে চারটি রুটি, ডাল, মিক্সড সব্জি, ডিম ভাজা। দুপুরে খাবার কম থাকায় ক্ষুব্ধ রোগীর পরিজনরা। সরকারি হাসপাতালের আধিকারিকদের নজরদারির অভাবেই তালিকা অনুযায়ী খাবার পাচ্ছেন না বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
চিকিৎসাধীন এক রোগীর পরিজন মেরিনা ইয়াসমিন বলেন, আমার আত্মীয় জ্বর নিয়ে ভর্তি রয়েছে। সকালে ক্যান্টিনে খাবার নিতে গিয়ে পেলাম তিন পিস পাতলা পাঁউরুটি, একটা মিষ্টি ও একটা কলা। আমার আত্মীয় সুগারের রোগী। তাঁর প্রশ্ন, সুগারের রোগীরা কি তবে মিষ্টি খাবে?
সুস্মিতা গোস্বামী