হাসপাতালের ওষুধের দোকানেও পরে লম্বা লাইন। অনেকেই প্রেসক্রিপশনে ওষুধের লেখা নাম পড়তে ও বুঝতে পারে না। ফলে তারা যত্রতত্র সেই প্রেসক্রিপশন বুঝতে ঘুরে বেড়ায়। রোগীদের অভিযোগ, অনেক সময় ব্যস্ততার কারণে ওষুধ দেওয়ার সময় প্রেসক্রিপশনের সঙ্গে ওষুধ ভালো করে রোগীদের বুঝিয়ে দেয় না স্বাস্থ্যকর্মীরা। ফলে কোন ওষুধ কখন খাওয়া হবে কিংবা কত দিন চলবে, এমন বিস্তারিত কিছুই জানতে পারে না রোগীরা। এবারে এই ই প্রেসক্রিপশন এর মাধ্যমে মিলবে সেই পরিষেবা।
advertisement
আরও পড়ুন:গ্যাস-অম্বল, কোষ্ঠকাঠিন্য-পাইলসের সমস্যায় ভুগছেন? রোজ একটা এই ফল খান, ওষুধকে বলুন টাটা
জানা গিয়েছে, ওই প্রেসক্রিপশনে রোগীর নাম, রোগের সমস্ত তথ্য থাকবে। পাশাপাশি ওষুধের নাম দেওয়া থাকবে। তা কিভাবে খেতে হবে, কতদিন খেতে হবে, তা লেখা থাকবে। এমনকি বাড়তি কোন পরামর্শ থাকলেও তা স্পষ্ট করে লেখা থাকবে প্রেসক্রিপশনে। এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন,”স্বাস্থ্য দফতর থেকে নির্দেশ এসেছে। তাই হাসপাতালে ই-প্রেসক্রিপশন চালু করতে চলেছি। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহেই চালু হয়ে যাবে বলে আশা করছি।”
আরও পড়ুন:সঙ্গ ছেড়েছে সন্তান! পড়েছিলেন ঘরে, পুলিশ-প্রশাসন যা করল কুর্নিশ জানাবেন
আপাতত মানসিক, নাক কান ও আকুপাংচার বিভাগে পাইলট প্রজেক্ট হিসেবে ই-প্রেসক্রিপশন চালু করা হবে। আগামী দিনে ধীরে ধীরে সব বিভাগেই এই পরিষেবা চালু করা হবে। এই ই প্রেসক্রিপশন চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে, রাজ্য থেকে জেলায় এই প্রেসক্রিপশন চালুর নির্দেশিকা এসেছে। সেই মত দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথমে ছয়টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই প্রেসক্রিপশন পরিষেবা পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়েছিল। সেই প্রজেক্ট খুব ভালোভাবেই চলছে বলে জানা গিয়েছে।
সুস্মিতা গোস্বামী