আলিপুরদুয়ার জংশন এলাকায় ছোট-বড় অনেকগুলি মাঠ রয়েছে। বিগ বাজেটের এই পুজো দেখতে এসে গত বছর সঠিক পথ খুঁজে পাননি অনেক দর্শনার্থী। পরবর্তীতে এলাকার মানুষদের সহায়তায় তাঁরা সঠিক পুজো মণ্ডপে পৌঁছন। এবার এই বিষয়টি নজরে রাখছেন ক্লাবের কর্মকর্তারা।
advertisement
আলিপুরদুয়ার যুব সংঘের পুজো হচ্ছে ডিআরএমের মাঠে। জংশন চৌপথি ধরে কিছুটা এগিয়ে এসে বাঁ দিকের গলি ধরলে সামনেই মিলবে এই মণ্ডপ। গতবার প্রেম মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল দেখতে শুধু আলিপুরদুয়ার জেলার বাসিন্দারা নয়, সমগ্র ডুয়ার্স থেকে দর্শনার্থীরা এসেছিলেন। এবারেও একই চিত্র দেখা যাবে বলে মনে করছেন ক্লাবের কর্মকর্তারা। তাই পুজো মণ্ডপের ৫০০ মিটার আগে থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করবে এই ক্লাব।
বর্তমানে ডিআরএমের মাঠে গেলে দেখা যায়, জোরকদমে পুজোর প্রস্তুতি চলছে। ভিতরে কড়ি ও সামুদ্রিক বিভিন্ন জিনিস দিয়ে সূক্ষ্ম কাজ করা হচ্ছে। জেলাবাসীকে এবারও চমক দিতে তৈরি এই ক্লাব। দূরদূরান্তে গিয়ে নানা মন্দির দর্শন করতে পারেন না, এমন মানুষের কথা মাথায় রেখে প্রতিবার দুর্গাপুজোয় বিভিন্ন মন্দিরের থিমে মণ্ডপ উপহার দেন ক্লাব কর্মকর্তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যুব সংঘ ও কালীবাড়ি ক্লাবের পক্ষ থেকে দিলীপ রায় জানান, ‘আমাদের এই পুজো সকলের পুজো। দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই জন্য আমরা প্রস্তুতি সেরে রাখছি। স্বেচ্ছাসেবক সহ গার্ড রাখা হচ্ছে। পুলিশের তরফ থেকেও সহযোগিতা মিলবে বলে মনে করছি’।