মেদিনীপুরে জেলাস্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ! আত্মরক্ষা শুধু নয়, ক্যারাটে শেখার আর কী কী উপকারিতা? জানাচ্ছেন প্রশিক্ষক
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Karate Championship: ক্যারাটে প্রশিক্ষণ শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিশু ও কিশোরদের মধ্যে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তা গড়ে তোলে। এছাড়াও পথেঘাটে আত্মরক্ষার জন্য বিশেষ কাজেও আসে
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ রাস্তাঘাটে অপ্রীতিকর ঘটনার সংখ্যা ক্রমেই বাড়ছে। কখনও মেয়ে, কখনও আবার ছেলেরা রাস্তাঘাটে বিপদে পড়ছে। সেই কারণে আত্মরক্ষায় জোর দিচ্ছে মানুষ। এই আত্মরক্ষার এক অন্যতম মাধ্যম ক্যারাটে প্রশিক্ষণ। এবার মেদিনীপুরে সেই ক্যারাটের জেলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হল। মেদিনীপুর ক্যারাটে ইনস্টিটিউটের উদ্যোগে অ্যাডভান্স ক্যারাটে অ্যাকাডেমির সহযোগিতায় মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হল ডিস্ট্রিক্ট কিওকুশিনকাইকান ইউনিয়ন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।
এই বিশেষ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন। দিনভর বয়সভিত্তিক কাতা ও কুমিতিতে প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ পুজোর আগে ঝেঁপে বৃষ্টি! উত্তরের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস, হাওয়া অফিসের হাতেগরম আপডেট দেখুন
ক্যারাটে এক ধরণের বিশেষ প্রশিক্ষণ। বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য প্রত্যেকেরই এই প্রশিক্ষণ নেওয়া জরুরি বলে মনে করেন অনেকে। এখন শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এই প্রশিক্ষণ নেয় বহু ছেলেমেয়ে। এই প্রশিক্ষণ শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিশু ও কিশোরদের মধ্যে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তা গড়ে তোলে। এছাড়াও পথেঘাটে আত্মরক্ষার জন্য বিশেষ কাজেও আসে। স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে ক্যারাটে শেখার প্রবণতাও তাই ঊর্ধ্বমুখী।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজক ও প্রশিক্ষক সোমনাথ দে জানান, বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য প্রত্যেকের এই ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া উচিত। এই ধরণের প্রতিযোগিতা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং শিশু ও কিশোরদের মধ্যে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তাও গড়ে তোলে। জেলাস্তরে এই ধরণের উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও তৈরি করবে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 3:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেদিনীপুরে জেলাস্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ! আত্মরক্ষা শুধু নয়, ক্যারাটে শেখার আর কী কী উপকারিতা? জানাচ্ছেন প্রশিক্ষক