শুরুটা হয়েছিল বছর ৭ আগে দেবজ্যোতি মোহরার হাতের তৈরি দুর্গা প্রতিমার অলঙ্কার দিয়ে। নিজে হাতে প্রথম গয়না বানিয়ে মা দুর্গাকে পরিয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই জনপ্রিয়তা লাভ করে বালুরঘাটের যুবক দেবজ্যোতি মোহরার হাতে তৈরি প্রতিমার অলঙ্কার।
আরও পড়ুনঃ কেবল পড়ুয়া নয়, এবার স্কুলে নানান প্রজাতির পাখিদের আনাগোনা! ২২ বিঘা ক্যাম্পাস জুড়ে ‘পাখিদের পাঠশালা’
advertisement
নিজের বাড়িতে প্রতিমা গড়ে দেবী দুর্গার উপাসনা করবার পাশাপাশি দেবজ্যোতির হাতে তৈরি গয়না ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের বিকল্প কর্মসংস্থানের পথ দেখাচ্ছে। গত বছর দেবজ্যোতির হাতে তৈরি প্রতিমার সাজসজ্জা পাড়ি দিয়েছে সুদূর ক্যালিফোর্নিয়াতে। বিকল্প রোজগারের তাগিদে শিল্পকর্ম শিখে দেবজ্যোতির কাজের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় গৃহবধূ থেকে বেশ কিছু কলেজ পড়ুয়াড়াও।
আরও পড়ুনঃ খুশির জোয়ার! ৬ বছর পর ফিরে এল ‘উমা’! এবার পুজোয় সেজে উঠবে গোটা গ্রাম
দেবজ্যোতি মোহরার কথায়, ‘চলতি বছর ১২টি দুর্গা প্রতিমার গয়না তৈরির কাজ চলছে জোরকদমে। যার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার খ্যাতনামা পুজো কমিটিগুলির দুর্গা প্রতিমার অলংকার তৈরির কাজও রয়েছে। ইতিমধ্যেই জেলার বাইরের চারটি দুর্গা প্রতিমার গয়না তৈরির অর্ডারের কাজ নির্দিষ্ট সময়ের পূর্বে সমাপ্ত করে বরাত প্রদানকারীদের হাতে পাঠিয়ে দিয়েছেন তিনি। তাঁর হাতে তৈরি কাজকে রাজ্য ও জাতীয় স্তরে পৌঁছে দিতে চান তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চলতি বছরে দেবজ্যোতির হাতে তৈরি গয়নার চাহিদা এতটাই যে রীতিমত ১২ জন শিল্পী কার্যত দিনরাত এক করে তৈরি করছেন দেবী দুর্গা-সহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও তাঁদের বাহনদের অলঙ্কার। এই কাজের সঙ্গে যুক্ত শিল্পীদের দাবি, প্রশাসন যদি এগিয়ে এসে সহযোগিতা করে তবে দেবজ্যোতির উদ্যোগে আরও যুবক যুবতীদের বিকল্প রোজগারের ব্যবস্থা হতে পারে। দেবজ্যোতি হাতে তৈরি প্রতিমার ভিন্নধর্মী অলঙ্কার এবছর পুজোতেও ব্যাপক সাড়া ফেলতে চলেছে।