কেবল পড়ুয়া নয়, এবার স্কুলে নানান প্রজাতির পাখিদের আনাগোনা! ২২ বিঘা ক্যাম্পাস জুড়ে ‘পাখিদের পাঠশালা’

Last Updated:

Birds Artificial Nest: প্রথম ধাপে স্কুলের বিস্তৃত ক্যাম্পাসে থাকা অসংখ্য গাছে মাটির হাঁড়ি বাধা হয়েছে। এই হাঁড়িগুলো পাখিদের কৃত্রিম বাসা হিসেবে ব্যবহার হবে। হাঁড়ির ভিতরে রাখা হয়েছে পর্যাপ্ত খাবার।

+
পূর্ব

পূর্ব মেদিনীপুরের বনমালীচট্টা হাইস্কুল পাখিদের পাঠশালা

কাঁথি, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: প্রকৃতির সঙ্গে সহাবস্থানে পরিবেশ রক্ষার অঙ্গীকারে কাঁথির বনমালীচট্টা হাইস্কুল গ্রহণ করেছে এক অভিনব উদ্যোগ। স্কুলের ২২ বিঘা ক্যাম্পাসে গড়ে তোলা হয়েছে পাখিদের কৃত্রিম আবাসস্থল। কর্মসূচির নাম রাখা হয়েছে ‘পাখিদের পাঠশালা’। এই নামের মধ্য দিয়ে যেমন এলাকাবাসীরা পরিবেশ রক্ষার বার্তা পাবেন, তেমনই পাখিদের সংরক্ষণের প্রতি সচেতন হবেন। স্কুলের ছাত্রছাত্রীরাও শিখবে প্রকৃতিকে ভালবাসা ও রক্ষণের পাঠ। মূল উদ্দেশ্য, মানুষ ও পাখির সহাবস্থানকে বাস্তব রূপ দেওয়া।
বর্তমান সময়ে বনাঞ্চল ধ্বংস, পরিবেশ দূষণ এবং বসতি বিস্তারের কারণে নানান প্রজাতির পাখি হারিয়ে যাচ্ছে। মানুষের অসচেতন কর্মকাণ্ডের ফলে জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই কারণেই পাখিদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বনমালীচট্টা হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা।
আরও পড়ুনঃ খুশির জোয়ার! ৬ বছর পর ফিরে এল ‘উমা’! এবার পুজোয় সেজে উঠবে গোটা গ্রাম
প্রথম ধাপে স্কুলের বিস্তৃত ক্যাম্পাসে থাকা অসংখ্য গাছে মাটির হাঁড়ি বাধা হয়েছে। এই হাঁড়িগুলো পাখিদের কৃত্রিম বাসা হিসেবে ব্যবহার হবে। শুধু তাই নয়, হাঁড়ির ভিতরে রাখা হয়েছে পর্যাপ্ত খাবার। কর্তৃপক্ষের বিশ্বাস, দুর্গাপুজোর সময় ক্যাম্পাসে পড়াশোনা বন্ধ থাকায় পরিবেশ কোলাহলমুক্ত হবে। সেই সুযোগেই পাখিরা সহজে এই হাঁড়িগুলোকে তাদের স্থায়ী বাসা হিসেবে বেছে নেবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রেলের পরিষেবায় অসন্তুষ্ট! রাজ্যের কাছে সাহায্য প্রার্থনা, রেল কলোনির বাসিন্দাদের ‘বিরাট’ আশ্বাস দিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল
এই উদ্যোগকে ঘিরে পড়ুয়াদের মধ্যে প্রবল আগ্রহ দেখা দিয়েছে। প্রতিদিনই তারা দল বেধে গাছে হাঁড়ি বাধা দেখতে যায়। কেউ কেউ খাতা-কলমে লিখে রাখছে কোন গাছে কতগুলো পাখি আসছে, কীভাবে তারা খাবার খাচ্ছে কিংবা বাসা তৈরি করছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিক্ষকেরা জানিয়েছেন, এই পর্যবেক্ষণ পদ্ধতিই পরবর্তীকালে ছাত্রছাত্রীদের গবেষণামূলক শিক্ষায় সাহায্য করবে। এলাকাবাসীও এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের প্রকল্প কেবল একটি স্কুল নয়, গোটা এলাকার জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে উঠবে। বনমালীচট্টা হাইস্কুলের উদ্যোগ দেখিয়ে দিল, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, প্রকৃতিকে রক্ষার মধ্য দিয়েও এক মূল্যবান পাঠ শেখান যায়।
advertisement
বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার গিরি জানান, ‘আমাদের উদ্দেশ্য শুধু পাখিদের রক্ষা করা নয়। ছাত্রছাত্রীদের শেখানো জরুরি যে, পরিবেশ রক্ষা করলে তবেই ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে। প্রকৃতি বাঁচলেই মানুষ বাঁচবে’।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেবল পড়ুয়া নয়, এবার স্কুলে নানান প্রজাতির পাখিদের আনাগোনা! ২২ বিঘা ক্যাম্পাস জুড়ে ‘পাখিদের পাঠশালা’
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement