রেলের পরিষেবায় অসন্তুষ্ট! রাজ্যের কাছে সাহায্য প্রার্থনা, রেল কলোনির বাসিন্দাদের 'বিরাট' আশ্বাস দিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Amader Para Amader Samadhan: রেল কলোনিকে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত প্রশাসনের আওতায় আনার দাবি তুলেছেন আলিপুরদুয়ার জংশন রেল কলোনির ১০টি বুথের কয়েক হাজার মানুষ। বিষয়টি বিধানসভায় তোলার আশ্বাস দিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: রেলের কোন পরিষেবাই মেলে না। রেল পরিষেবায় অসন্তুষ্ট রেল কলোনির বাসিন্দারা রাজ্য সরকারের পরিষেবা চান। আর সেই কারণে জংশন রেল কলোনিকে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত প্রশাসনের আওতায় আনার দাবি তুলেছেন আলিপুরদুয়ার জংশন রেল কলোনির ১০টি বুথের কয়েক হাজার মানুষ। পাড়ায় সমাধানের শিবিরে এই আবেদন রেল কলোনির বাসিন্দাদের। বিষয়টি বিধানসভায় তোলার আশ্বাস দিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল।
আমাদের পাড়া আমাদের সমাধানের শিবিরে এমনই আবেদন জানালেন আলিপুরদুয়ার বিধানসভার ১০টি বুথের কয়েক হাজার বাসিন্দা। আবেদন পেয়ে বিষয়টি বিধানসভায় আলোচনার আশ্বাস দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
আরও পড়ুনঃ কোলে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না লুঠ! দিনেদুপুরে বারুইপুর মাস্টারপাড়ায় দুঃসাহসিক চুরি, চাঞ্চল্যকর ছবি সিসিটিভি ফুটেজে
উল্লেখ্য, উত্তরপূর্ব সীমান্ত রেলের অধীনে আলিপুরদুয়ার ডিভিশন। এই ডিভিশনের হেড কোয়ার্টার আলিপুরদুয়ার জংশনে অবস্থিত। এখানে ডিআরএম বিল্ডিং, রেল অফিস-সহ রেল কোয়ার্টার রয়েছে। এই এলাকা আলিপুরদুয়ার বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত। এখানে ১০টি বুথ রয়েছে। ১০টি বুথে ১০ হাজারের বেশি মানুষ বসবাস করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুটির টিউবে লুকিয়ে বাংলাদেশে পাচারের ছক! তাও শেষরক্ষা হল না, হাকিমপুর চেকপোস্ট থেকে উদ্ধার লক্ষাধিক মূল্যের রুপোলী ধাতু
এখানকার মানুষেরা লোকসভা ও বিধানসভা ভোট দিতে পারলেও এখানে ত্রিস্তর পঞ্চায়েত বা পুর প্রশাসন কার্যকরি নয়। ফলে এখানে পথ, আলো থেকে রাস্তা, পানীয় জল সব পরিষেবা দেয় রেল। কিন্তু রেলের এই পরিষেবায় খুশি নন স্থানীয় বাসিন্দারা। আর সেই কারণে তারা রেল এলাকাকে রাজ্য সরকারের ত্রিস্তর পঞ্চায়েতের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাড়ায় সমাধানের শিবিরে এই বিষয়টি তুলে ধরছেন স্থানীয় বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 1:55 PM IST