অতীতে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম ছিল। বন, জলাশয়, মুক্ত বাতাস, সবই ছিল হাতের কাছে। আজ সেই জায়গা নিয়েছে কংক্রিট, গাড়ির ভিড়, প্লাস্টিক আর দূষণ। মণ্ডপের শিল্পকর্মে সেই ছবিই ফুটে উঠবে। স্কুলের বাচ্চাদের ব্যাগের জায়গায় অক্সিজেন সিলিন্ডার, কিংবা ফ্লাইওভারে ঘেরা বদ্ধ শহর, সবই ভবিষ্যতের অক্সিজেনশূন্য পৃথিবী নিয়ে দর্শককে ভাবাবে।
আরও পড়ুনঃ পিঠেপুলি, রথ, রাখি…! শতবর্ষে শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির অভিনব থিম, বিসর্জনের কার্নিভ্যালেও থাকছে চমক
advertisement
এবার ৫৬তম বর্ষে পা দিল হায়দারপাড়া স্পোটিং ক্লাব। শিলিগুড়ির শিল্পীদের হাতে তৈরি হচ্ছে প্রতিমা ও মণ্ডপসজ্জা। ক্লাবের সাধারণ সম্পাদক নিমাই পাল জানিয়েছেন, ‘আমাদের পুজোর মাধ্যমে আমরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে ফুটিয়ে তুলতে চাই। এর সঙ্গে পরিবেশ বাঁচানোর বার্তাও থাকবে’।
প্রতিবছর বিশেষ থিমের জন্য নজর কাড়ে এই পুজো কমিটি। এই বছরও হায়দারপাড়ায় শহরের ভিড় জমবে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়াতেই উদ্বোধন হবে। তবে যানজট এড়াতে দর্শনার্থীদের জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। বিধান রোড, পাকুরতলা মোড়, স্বামীজি মোড় বা ঘুগনিমোড়, সব দিক থেকেই দর্শনার্থীরা সহজে মণ্ডপে পৌঁছতে পারবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগত দর্শনার্থীরা যাতে নিরাপদে ও সহজে মণ্ডপ উপভোগ করতে পারেন, সেই জন্য পুজোর দিনগুলিতে প্রায় ১০০-১৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করছে কমিটি। হায়দারপাড়া স্পোটিং ক্লাবের এই বছরের বার্তা স্পষ্ট, আজ যদি প্রকৃতিকে রক্ষা না করা যায়, আগামীতে হয়তো আমাদের সন্তানদের স্কুল ব্যাগে বই নয়, বয়ে বেড়াতে হবে অক্সিজেন সিলিন্ডার।