জেলার এই পুজো মণ্ডপ পুরোটাই তৈরি হতে চলেছে চারা গাছ দিয়ে। প্রায় ৭ হাজার চারা গাছ ব্যবহার করে মণ্ডপ তৈরি হচ্ছে। প্রতিমাতেও থাকছে এই থিমের ছোঁয়া। মণ্ডপের অভ্যন্তরেই তৈরি হচ্ছে প্রতিমা। আলিপুরদুয়ার শহরের প্রতিমা শিল্পী এই প্রতিমা তৈরি করছেন।
আরও পড়ুন: মাতৃদুগ্ধের সঙ্গে সরকারি স্কুলের তুলনা! বিরাট আয়োজন শুশুনিয়ায়, পাহাড়ের কোলের পুরো গল্প না জানলে মিস
advertisement
যেখানে মাঝেমধ্যেই বৃক্ষ নিধনের কথা শোনা যায় সেখানে পুজো মণ্ডপে দেখা যাবে একসঙ্গে অসংখ্য চারা গাছ। এবারের দুর্গাপুজোর হাত ধরে শহরের মাঝে প্রকৃতির বিশুদ্ধতা পেতে চলেছে জেলাবাসী। এই মণ্ডপ তৈরিতে শুধু গাছ’ই নয়, বাঁশ, পাট কাঠির কাজও ব্যবহৃত হচ্ছে। সঙ্গে সামঞ্জস্য রেখে আলোকসজ্জা থাকবে। পুজো কমিটির সভাপতি সৈকত দে জানান, গত ৫ মাস আগে এই থিম নিয়ে ভেবেছি আমরা। তারপরে স্থানীয় এক নার্সারিকে চারা গাছগুলি তৈরির বরাত দেওয়া হয়। তিন মাস সময় লেগেছে চারা গাছগুলি তৈরি করতে। এবার একটি অন্যরকম পুজো মণ্ডপ আমরা জেলাবাসীকে উপহার দিতে চলেছি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, ৭ হাজার গাছের চারার মধ্যে রয়েছে মানি প্ল্যান্ট, পাতা বাহার, অর্কিড জাতীয় ফুলের গাছ। তবে বাজেট কত তা এড়িয়ে গিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তাঁদের মতে ভাল পুজো উপহার দেওয়াটা তাঁদের লক্ষ্য। এমন এক থিম যা সকলের মনে থাকবে। ক্লাবের মিডিয়া কনভেনর শুভজিৎ ধর জানান, গত বছর আমরা সবচেয়ে বড় দুর্গা তৈরি করেছিলাম যা আলোড়ন ফেলেছিল। এবারে অসংখ্য চারা গাছ দিয়ে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। আমরা আশা রাখছি এই থিম প্রথমবার উত্তরবঙ্গবাসী দেখবে।