TRENDING:

সীমিত বাজেটেই তুখোড় ভাবনা! বালুরঘাটের 'এই' ক্লাবের নজরকাড়া থিম, ফিরছে হারিয়ে যাওয়া ঐতিহ্য

Last Updated:

Durga Puja 2025: থার্মোকলের চাকচিক্য নয়, দুর্গোৎসবের শোভায় এক ব্যতিক্রমী ভাবনা নিয়ে হাজির সব্যসাচী ক্লাব। এই বছর ৫৬ তম বর্ষের শারদ উৎসবে তাঁদের থিম 'শোলার মোড়কে গল্পকথা'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ চারদিকে যখন থার্মোকল ও প্লাস্টিকের চাকচিক্য গ্রাস করছে দুর্গোৎসবের শোভা, তখন এক ব্যতিক্রমী ভাবনা নিয়ে বালুরঘাটে হাজির সব্যসাচী ক্লাব। ৫৬ তম বর্ষের শারদ উৎসবে তাঁদের থিম ‘শোলার মোড়কে গল্পকথা’। প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার সীমিত বাজেটে থার্মোকল, জড়ি, চুমকি, পুঁথি দিয়ে নতুনত্বের মোহ নয়, এক পরিবেশবান্ধব ঐতিহ্যকে ফিরিয়ে আনার অঙ্গীকারেই এই বছরের আয়োজন বলে দাবি উদ্যোক্তাদের।
advertisement

থিমের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী রোহিত যাদব। রূপায়ণে রয়েছেন মণ্ডপশিল্পী নেপাল দাস। আলোয় থিমকে ফুটিয়ে তোলার দায়িত্বে রয়েছেন আলোকশিল্পী দীপ সরকার।

আরও পড়ুনঃ পুজোর আবহে পুরুলিয়া ট্যুরের প্ল্যান? জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট! পর্যটকদের উদ্দেশে বড় বার্তা পুলিশ সুপারের

এই বিষয়ে পুজো কমিটি মেম্বার উত্তরণ বন্দ্যোপাধ্যায় জানান, বাজেট সীমিত হলেও তাঁরা এমন এক জায়গায় থিম নিয়ে যেতে চেয়েছেন, যেখানে শুধু শিল্প নয় সামাজিক দায়বদ্ধতাও উঠে আসবে। শোলা একসময় দেবতার কাছে পৌঁছনোর সবচেয়ে পবিত্র মাধ্যম ছিল। এখনই মানুষকে ফের সেই সঠিক পথে ফেরানোর সময়। তাঁদের বিশ্বাস, দর্শনার্থীরা পরিবেশবান্ধব এই উদ্যোগের বার্তা গ্রহণ করবেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জানা গিয়েছে, একসময় দেবতার সঙ্গে মানুষের যোগাযোগের সহজতম মাধ্যম ছিল শোলা। প্রতিমা থেকে মণ্ডপসজ্জা, শোলার কোমল স্পর্শে ছড়িয়ে থাকত ভক্তির আবহ। কিন্তু কাঁচামালের অভাব ও আধুনিক চাকচিক্যের ভিড়ে পরিবেশ বিধ্বংসী থার্মোকল ধীরে ধীরে সেই জায়গা দখল করে নিয়েছে। শিল্পীদের হাত দিয়ে যেন ঘটছে শিল্পের ক্ষয়। এবারের থিম এই বিপর্যয়ের দিকে আলোকপাত করতে চায়। উদ্যোক্তাদের কথায়, শোলা শিল্প বাঁচুক, বাঁচুক শোলা শিল্পীরা ও তাঁদের তৈরি পরিবেশন। বলাই বাহুল্য, এই বছর সব্যসাচী ক্লাব একদিকে শিল্পকলা অন্যদিকে পরিবেশ রক্ষার বার্তা বহন করবে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সীমিত বাজেটেই তুখোড় ভাবনা! বালুরঘাটের 'এই' ক্লাবের নজরকাড়া থিম, ফিরছে হারিয়ে যাওয়া ঐতিহ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল