পুজোর আবহে পুরুলিয়া ট্যুরের প্ল্যান? জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট! পর্যটকদের উদ্দেশে বড় বার্তা পুলিশ সুপারের
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia Tourism: আদিবাসী কুড়মি সমাজের রেল রোকো কর্মসূচির জন্য পুরুলিয়ার পর্যটনে খানিকটা ভাটা পড়েছে বলে মনে করছেন এক পর্যটন ব্যবসায়ী। কারণ পর্যটকেরা অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন
অযোধ্যা পাহাড়, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ বাংলার পর্যটন মানচিত্রে পুরুলিয়া একটি গুরুত্বপূর্ণ নাম। কমবেশি সারা বছরই এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। এখানে পাহাড় ও ঝর্ণার অপরূপ দৃশ্যের সাক্ষী হওয়া যায়। জেলাজুড়ে রয়েছে একাধিক ঘোরার জায়গা। প্রতিবছরই দুর্গাপুজোর মরশুমে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নামতে দেখা যায়। পুজোর জন্য মোটামুটি বেশিরভাগ হোটেল, হোম-স্টে, রিসর্ট হাউসফুল হয়ে থাকে। তবে এই বছরের চিত্রটা খানিকটা অন্যরকম। তুলনামূলক পর্যটক সংখ্যা কমতে দেখা যাচ্ছে।
এই বিষয়ে এক পর্যটন ব্যবসায়ী সুজিত কুমার বলেন, বিগত বছরগুলির তুলনায় এই বছর পর্যটকদের সংখ্যা খানিকটা কম রয়েছে। আদিবাসী কুড়মি সমাজের রেল রোকো কর্মসূচির জন্যই পর্যটনে খানিকটা ভাটা পড়েছে বলে মনে করছেন তিনি। কারণ পর্যটকেরা অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন।
আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় আহত মা-মেয়ে, সেকেন্ডের সিদ্ধান্তে প্রাণ বাঁচালেন কনস্টেবল! হিরোর মতো অনিমেষ কী করলেন জানুন
যদিও এই বিষয়ে পর্যটক ও জেলার মানুষদের অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ আমাদের কাছে চূড়ান্ত। অবরোধ বন্ধ করতে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলি করা হবে। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। নির্দেশ না মানলে আইনের পথেই ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পর্যটনের ভরা মরশুমে পর্যটকদের যাতে কোনও সমস্যার মুখে না পড়তে হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই পুরুলিয়া প্ল্যান করে থাকলে লাল মাটির এই জেলা থেকে ঘুরে যেতেই পারেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 5:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আবহে পুরুলিয়া ট্যুরের প্ল্যান? জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট! পর্যটকদের উদ্দেশে বড় বার্তা পুলিশ সুপারের