TRENDING:

Durga Puja 2024: দর্শনার্থীদের মন কাড়ছে শিলিগুড়ির ক্লাবের পুজোর থিম 'দৃষ্টিকোণ'

Last Updated:

শিলিগুড়ির দুর্গাপুজোগুলির মধ্যে সুব্রত সংঘ অন্যতম। বিগত কয়েক বছর যাবত লাগাতার আকর্ষণীয় পুজো মন্ডপ উপহার দিয়ে শিলিগুড়িবাসীর মন জয় করতে সমর্থ হয়েছে সুব্রত সংঘ। ব্যতিক্রম নয় এবারের তাদের দুর্গাপূজো। এবারে তাদের ৬৭তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপূজো। এবারের পুজোর বিশেষ আকর্ষণ “দৃষ্টিকোণ”। সুব্রত সংঘ তাদের দৃষ্টিকোণ থিমে রেখেছে মর্ডান বডি আর্ট। মেদিনীপুরের তিন শিল্পী শুভেন্দুবিকাশ বেরা, সৈকত মাইতি এবং গোপাল মান্না দৃষ্টিকোণ থিমে মণ্ডপ তৈরি করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শিলিগুড়ির দুর্গাপুজোগুলির মধ্যে সুব্রত সংঘ অন্যতম। বিগত কয়েক বছর যাবত লাগাতার আকর্ষণীয় পুজো মন্ডপ উপহার দিয়ে শিলিগুড়িবাসীর মন জয় করতে সমর্থ হয়েছে সুব্রত সংঘ। ব্যতিক্রম নয় এবারের তাদের দুর্গাপূজো। এবারে তাদের ৬৭তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপূজো। এবারের পুজোর বিশেষ আকর্ষণ “দৃষ্টিকোণ”। সুব্রত সংঘ তাদের ‘দৃষ্টিকোণ’ থিমে রেখেছে মর্ডান বডি আর্ট। মেদিনীপুরের তিন শিল্পী শুভেন্দু বিকাশ বেরা, সৈকত মাইতি এবং গোপাল মান্না দৃষ্টিকোণ থিমে মণ্ডপ তৈরি করছেন।
advertisement

আরও পড়ুন: দুর্গাপুজোয় জমজমাট দার্জিলিংয়ের ম্যালরোড! পুজো দেখতে ঢল পর্যটকদের

ক্লাব কর্তাদের কথায়, আমরা একেকটি জিনিসকে নানাভাবে দেখি। একই জিনিস কিন্তু ব্যক্তি বিশেষের দৃষ্টিকোণে তার অর্থ ভিন্ন। আমাদের প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে একই জিনিস ভিন্ন অর্থে ধরা পড়ে।

আরও পড়ুন: আড্ডা বদলে স্কেটিং, তরুণ-তরুণীদের নতুন নেশা এখন স্কেটিং

advertisement

View More

সেটা নিয়ে থিম দৃষ্টিকোণ। সেইমতো মর্ডান বডি আর্টের উপর এই মন্ডপ তৈরি হয়েছে। এখানে এলেই দেখতে পাবেন মহিলাদের বডি আর্টের মধ্যে ফুটে উঠছে ছবি। কোথাও দুটো মানব শরীরকে নিয়ে আঁকা ছবিতে রয়েছে ব্যাঙ, গিরগিটি। এছাড়াও মণ্ডপের সিলিংয়ে রয়েছে একটি গাছ। গ্লাসপেন্টিংয়ে পাতা তৈরি হয়েছে। গাছের চারদিকে রয়েছে শ’য়ে শ’য়ে রঙিন ব্যাঙের ছাতা। দুর্গা প্রতিমার পিছনে রয়েছে শ’য়ে শ’য়ে প্রজাপতি।

advertisement

পুজো ঘুরতে এসে সোনালী রায় বলেন,’প্রতিবছরই আমরা সুব্রত সংঘের পুজো দেখতে আসি । তাদের পুজো মণ্ডপে প্রতিবছরই নতুনত্বের ছোঁয়া থাকে, নতুন কিছু দেখব বলেই আসি এ বছরও দারুণ লাগছে তাদের এই মডার্ন আর্টের ওপর থিমটি। ‘অন্যদিকে দৃষ্টিভৌমিক বলে আলিপুরদুয়ার থেকে আগত এক দর্শনার্থী বলেন,’শিলিগুড়িতে এবার আমার প্রথম পুজো দেখা। দারুন মজা করছি । পরিবারের সকলকে নিয়ে পুজো দেখতে বেরিয়েছি । এই ক্লাবের থিম দারুন লাগছে । সত্যিই আমার দৃষ্টিভঙ্গি বদলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2024: দর্শনার্থীদের মন কাড়ছে শিলিগুড়ির ক্লাবের পুজোর থিম 'দৃষ্টিকোণ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল