প্রতিবছরই সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব নিত্যনতুন থিমের মধ্য দিয়ে শহরবাসীকে চমক দিয়ে থাকে। এবছর ৭০ তম বর্ষে থিমের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরছে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে তারই প্রস্তুতি শুরু করে দিল তারা।
advertisement
অন্যান্য বারের মত এবারও তাদের পুজোমণ্ডপ শহরবাসীর নজর কাড়বে বলে আশাবাদী ক্লাবের সদস্যরা।খড়ের ঘর, টিনের চালা, প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্য সম্মত শৌচাগার থেকে সবজি খেত, চাষের জমি, পুকুর-সবই থাকবে এই গ্রামে।
গ্রামবাংলার পরিবেশ ফুটিয়ে তোলা হবে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পুজো মণ্ডপে৷ ফলে মাটির কাছাকাছি যেতে হলে অবশ্যই যেতেই হবে দর্শনার্থীদের৷ সেখানে গেলেই মিলবে একেবারে গ্রাম্য পরিবেশ৷ নেই কোলাহল, শুধু অনাবিল শান্তির বাতাবরণ মিলবে এই মণ্ডপে৷মাটির হাড়ি, খড়, হোগলা পাতা, গামছা, তলদা বাঁশ দিয়ে মণ্ডপ নির্মাণ করা হবে ।
মণ্ডপের চারপাশে বিভিন্ন কারুকার্য ফুটিয়ে তোলা হবে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানান ক্লাবের সভাপতি মদন ভট্টাচার্য। তিনি জানান “প্রতিবছরই আমাদের মণ্ডপে একটা প্রকৃতির ছোঁয়া থাকে এ বছরও আমরা চেষ্টা করছি একটু অন্য আঙ্গিকে পুজো করার।”
এদিন ক্লাবের সভাপতি মদন ভট্টাচার্য জানান, এবছর তাদের পুজোর থিম ‘গ্রাম বাংলার চালচিত্র’ এর মধ্য দিয়ে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ও শান্ত পরিবেশ সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হবে। কারণ চলতি সময়ে শহর জীবন অনেকটাই ব্যস্ত ও শহরে যেভাবে যানজট বাড়ছে, সেই দিকটাকে মাথায় রেখে মানুষের মধ্যে গ্রাম বাংলার সবুজায়নের সৌন্দর্য্য ফুটিয়ে তুলতেই তাদের এই প্রয়াস। তিনি আরও জানান, ” আমাদের এই পুজো প্রতিবছরই সবার নজর কেড়েছে। এবারও আমরা আশাবাদী শহরবাসীর মন জয় করে নেবে আমাদের পুজো মণ্ডপ।”
অনির্বাণ রায়





