Train Time: ট্রেনের সময় বদল! মালদহ ডিভিশনে‌ পরিবর্তন একাধিক ট্রেনের সময়সূচী, বাড়ি বেরনোর আগে জেনে নিন

Last Updated:
Train Time: প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানান হয়েছে মালদহ রেল ডিভিশনের পক্ষ থেকে। আগামী ১৫ই ডিসেম্বর মালদহ রেল ডিভিশনের অন্তর্গত সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে রেললাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৯০ মিনিট এবং ৩০ মিনিট দেরিতে ছাড়বে দুটি ট্রেন।
1/4
প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানান হয়েছে মালদহ রেল ডিভিশনের তরফে। আগামী ১৫ই ডিসেম্বর মালদহ রেল ডিভিশনের অন্তর্গত সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে রেললাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৯০ মিনিট এবং ৩০ মিনিট দেরিতে ছাড়বে দুটি ট্রেন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানান হয়েছে মালদহ রেল ডিভিশনের তরফে। আগামী ১৫ই ডিসেম্বর মালদহ রেল ডিভিশনের অন্তর্গত সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে রেললাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৯০ মিনিট এবং ৩০ মিনিট দেরিতে ছাড়বে দুটি ট্রেন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/4
যার ফলে ট্রেন নাম্বার ৫৩০৫৩ কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার ট্রেন যথাক্রমে ৯০ মিনিট দেরিতে ছাড়বে। অন্যদিকে ট্রেন নাম্বার ৫৩০২৭ আজিমগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন ৩০ মিনিট দেরিতে ছাড়বে বলে মালদহ রেল ডিভিশন কর্তৃপক্ষকে জানা গেছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
যার ফলে ট্রেন নাম্বার ৫৩০৫৩ কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার ট্রেন যথাক্রমে ৯০ মিনিট দেরিতে ছাড়বে। অন্যদিকে ট্রেন নাম্বার ৫৩০২৭ আজিমগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন ৩০ মিনিট দেরিতে ছাড়বে বলে মালদহ রেল ডিভিশন কর্তৃপক্ষকে জানা গেছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/4
পূর্ব রেলের মালদহ রেল ডিভিশন ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান,
পূর্ব রেলের মালদহ রেল ডিভিশন ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "রেল যাত্রীদের গতিশীল পরিষেবার ক্ষেত্রে মালদহ ডিভিশনের সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে রেল লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলবে। যার ফলে দুটি ট্রেনের যথাক্রমে ৩০ মিনিট এবং ৯০ মিনিট দেরিতে চলবে। ৫৩০৫৩ কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার এবং ৫৩০২৭ আজিমগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন দুটি যথাক্রমে ৩০ মিনিট এবং ৯০ মিনিট দেরিতে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/4
তিনি আরও জানান,
তিনি আরও জানান, "যাত্রীদের আরামদায়ক এবং সুবিধাজনক পরিষেবার ক্ষেত্রে সর্বদা দায়িত্বশীল রেল কর্তৃপক্ষ। যদিও এদিন দেরিতে ট্রেন চলাচলের ক্ষেত্রে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী রেল কর্তৃপক্ষ।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement