Train Time: ট্রেনের সময় বদল! মালদহ ডিভিশনে পরিবর্তন একাধিক ট্রেনের সময়সূচী, বাড়ি বেরনোর আগে জেনে নিন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Train Time: প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানান হয়েছে মালদহ রেল ডিভিশনের পক্ষ থেকে। আগামী ১৫ই ডিসেম্বর মালদহ রেল ডিভিশনের অন্তর্গত সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে রেললাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৯০ মিনিট এবং ৩০ মিনিট দেরিতে ছাড়বে দুটি ট্রেন।
advertisement
advertisement
পূর্ব রেলের মালদহ রেল ডিভিশন ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "রেল যাত্রীদের গতিশীল পরিষেবার ক্ষেত্রে মালদহ ডিভিশনের সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে রেল লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলবে। যার ফলে দুটি ট্রেনের যথাক্রমে ৩০ মিনিট এবং ৯০ মিনিট দেরিতে চলবে। ৫৩০৫৩ কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার এবং ৫৩০২৭ আজিমগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন দুটি যথাক্রমে ৩০ মিনিট এবং ৯০ মিনিট দেরিতে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement







